
ছবি: সংগৃহীত
বলিউডের সুপারস্টার রণবীর কাপুর এক সাক্ষাৎকারে তার অতীতের এক গোপন কথা ফাঁস করেছেন। তিনি দাবি করেছেন, আলিয়া ভাট তার প্রথম স্ত্রী নন। একথা শুনে রীতিমত চমকে গেছেন তার ভক্তরা। তাহলে কে তাঁর প্রথম স্ত্রী? এতদিন কেন এ বিষয়টি প্রকাশ্যে আনেননি তিনি? এবার সেই রহস্য নিজেই উন্মোচন করলেন রণবীর কাপুর।
রণবীর কাপুর বিবাহিত হলেও, এখনও তিনি বিপুল সংখ্যক মহিলা ভক্তদের হৃদয়ে স্থান পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের উন্মাদনা সেটাই প্রমাণ করে। তবে, আলিয়া ভাটের সঙ্গে তার সম্পর্ক ও জুটি দর্শক এবং ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয়। সম্প্রতি, এক সাক্ষাৎকারে রণবীর তার "প্রথম স্ত্রী" সম্পর্কে বিস্ময়কর তথ্য দেন।
রণবীর জানিয়ে দেন, আলিয়া ভাটের সঙ্গে বিয়ের আগে তার আরও একবার বিয়ে হয়েছিল। বিষয়টি শুনে অনেকেই হয়তো অবাক হচ্ছেন। আসলে পুরো ঘটনাটি ছিল বেশ অদ্ভুত। রণবীর বলেন, “এটি পাগলামি ছিল না, তবে আমি কখনো সেই মেয়েটিকে দেখিনি। একবার আমি বাড়ির গেটের বাইরে এসে দেখি একজন মেয়ের সঙ্গে পুরোহিতও দাঁড়িয়ে রয়েছেন এবং তারা আমার বাড়ির গেটের সামনে বিয়ে করেছে।”
তিনি আরও জানান, "সে সময় আমি আমার বাবা-মায়ের সঙ্গে বাংলোতে থাকতাম। আমি শহরের বাইরে ছিলাম। আমি যখন ফিরে আসি, দেখি গেটের বাইরে তিলক ও মালা পড়ে রয়েছে। তখন আমি মনে করি, এটা অনেকটাই ক্রেজি ছিল।"
রণবীর মজা করে বলেন, “আমি এখনও আমার প্রথম স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করিনি। তাই একদিন আমি তার সঙ্গে দেখা করার সুযোগের অপেক্ষায় আছি।”
তবে, বর্তমানে রণবীরের জীবনটা একেবারেই অন্যরকম। ২০১৮ সালে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিং চলাকালীন আলিয়া ভাটের সঙ্গে তার সম্পর্ক শুরু হয়। এরপর ২০২২ সালে তারা সাত পাকে বাঁধা পড়েন। তাদের বিয়ের কিছুদিন পরেই আলিয়া জানান, তিনি গর্ভবতী। এখন তাদের কন্যা রাহা হয়ে উঠেছে সকলের চোখের মণি
কানন