
২০১৮ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন ও মডেল রোহমান শোলের পরিচয় ঘটে। এরপর প্রায় তিন বছর তারা একসঙ্গে ছিলেন, তবে শেষ পর্যন্ত সম্পর্কটি স্থায়ী হয়নি। বিচ্ছেদের পর সুস্মিতা সেন একটি পোস্টে লিখেছিলেন, "আমরা বন্ধু হয়ে যাত্রা শুরু করেছিলাম, বন্ধুত্ব থাকবে। দীর্ঘ সম্পর্কে থাকার পরও ভালোবাসা থাকবে।"
এই কথা রাখতে গিয়ে সুস্মিতা এবং রোহমান দুজনেই একে অপরের জীবনে রয়েছেন। যদিও রোহমান নিজেকে 'সিঙ্গেল' বলে পরিচয় দিচ্ছেন, তবুও সুস্মিতার সঙ্গে তার সম্পর্ক একেবারে শেষ হয়নি। বিচ্ছেদের পরও রোহমান এখনও সুস্মিতার ছায়াসঙ্গী হিসেবে তার পাশে রয়েছেন।
২০২১ সালে সুস্মিতা আচমকাই রোহমানের সঙ্গে সম্পর্ক ভেঙে দেওয়ার ঘোষণা দেন। এরপর অভিনেত্রী ললিত মোদির সঙ্গে নতুন সম্পর্কের বিষয়টি জানালেও, সুস্মিতা তার ব্যক্তিগত জীবন নিয়ে চুপ ছিলেন। কিছুদিন পর সুস্মিতা হৃদরোগে আক্রান্ত হন এবং সুস্থ হয়ে কাজে ফিরেন। সেই সময় থেকেই রোহমান শোলকে আবার তার পাশে দেখা যাচ্ছে।
রোহমান জানান, "আমি এখনো সুস্মিতার বন্ধু। আমাদের মধ্যে দীর্ঘ সময় কাটানো সম্পর্ক ছিল, আর তাই সেই সম্পর্ক থেকে পালানো সম্ভব নয়।" তবে তিনি পরিষ্কার করে জানান, "আমি এখন সিঙ্গেল। তবে কেউ আর প্রেমের প্রস্তাব দেন না। কারণ আমার নামের সঙ্গে সুস্মিতার মতো বড় তারকার নাম জড়িয়ে রয়েছে। তবে আমি প্রেমে বিশ্বাস হারাইনি, আবার প্রেমে পড়তে আমি প্রস্তুত।"
রাজু