
ছবি: সংগৃহীত
ঢাকাই শোবিজের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সবসময়ই একটু ভিন্নধর্মী চিন্তাভাবনার জন্য পরিচিত। অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও সামাজিক বিষয়েও বেশ সরব এই অভিনেত্রী। তবে এবার তিনি আলোচনায় এসেছেন তার পশুপ্রেম নিয়ে দেওয়া এক মন্তব্যের কারণে।
সম্প্রতি এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিক তাকে প্রশ্ন করেন, অনেকেই বলছেন, মানুষের চেয়ে পশুপাখিদের প্রতি আপনার ভালোবাসা বেশি—এটা কি সত্যি?
উত্তরে ভাবনা বলেন, পশুপাখিদের তো কোনো আবদার নেই, চাওয়া-পাওয়া নেই। কিন্তু মানুষের অনেক চাওয়া-পাওয়া থাকে। চাওয়া-পাওয়া যখন বাড়ে, তখন মানুষ বিরক্ত হয়ে যায়। মানুষ এমন কাউকে পছন্দ করে, যার কোনো আবদার নেই, কোনো প্রত্যাশা নেই।
তিনি আরও বলেন, ভালোবাসার ক্ষেত্রে আমরা চাই, অন্যজন আমাদের মতো চলুক। হয় আমরা নিজের মত চাপিয়ে দিই, নয়তো আশা করি সে নিজে থেকেই আমাদের ইচ্ছেমতো চলবে। সবাই নিজের ভালো লাগার বিষয়গুলো চাপিয়ে দিতে চায়। কিন্তু পশুপাখিরা তো এসব পারে না, ওদের কোনো চাহিদা নেই। তাই তাদের ভালোবাসা নিঃস্বার্থ ও নির্মল মনে হয়।
ভাবনার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই তার কথার সঙ্গে একমত, আবার কেউ কেউ মনে করছেন, মানুষের সম্পর্কের জটিলতা ও আবেগ থাকাটাই স্বাভাবিক। তবে যে যাই বলুক, ভাবনার পশুপ্রেম নিয়ে কোনো সন্দেহ নেই!
কানন