
ছবি: সংগৃহীত
ঢালিউডের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত সম্প্রতি তার বিলাসবহুল পোশাক ও ব্যয়বহুল জীবনযাপন নিয়ে মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন। তিনি জানিয়েছেন, তার বর্তমান পোশাকটি নেদারল্যান্ডের এক বিশেষ ডিজাইনারের তৈরি। এই ডিজাইনার দুবাইয়ে একটি বিশেষ ফ্যাশন হাউস পরিচালনা করেন এবং সেখান থেকেই মিষ্টি জান্নাতের জন্য বিশেষভাবে এই ড্রেসটি তৈরি করা হয়েছে। তার কথায়, "এই ড্রেসটা পুরো ওয়ার্ল্ডে একটাই! বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় আট থেকে দশ লাখ টাকা।"
অভিনেত্রী আরও জানান, এই ডিজাইনার ইতোমধ্যেই তাকে চারটি ড্রেস উপহার দিয়েছেন। তবে তিনি কোনও পেমেন্ট করেননি, শুধুমাত্র নামেমাত্র একটি সম্মানী দিয়েছেন।
মিষ্টি জান্নাত জানিয়েছেন, তিনি শিগগিরই নিজের পোশাকগুলোর জন্য একটি শপ চালু করবেন, যেখানে একবার পরা পোশাকগুলো নিলামে তোলা হবে। তবে এখান থেকে উপার্জিত অর্থ তিনি দরিদ্র মানুষের জন্য দান করবেন।
অর্থ ও সম্পদ নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে মিষ্টি বলেন, "মানুষের সন্তুষ্টির শেষ নেই। আমার যত হবে, আমি ততই খুশি! ট্রাম্পের যেমন টাকার অভাব আছে, বিল ক্লিন্টনেরও টাকার অভাব আছে। আমিও ব্যতিক্রম নই!"
তার এই মন্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
শিলা ইসলাম