ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

কিয়ারা আদভানির পারিশ্রমিক শুনলে চমকে যাবেন!

প্রকাশিত: ২২:৪১, ২১ মার্চ ২০২৫

কিয়ারা আদভানির পারিশ্রমিক শুনলে চমকে যাবেন!

কিয়ারা আদভানি

কন্নড় সুপারস্টার যশ-এর আসন্ন সিনেমা ‘‘টক্সিক’’ নিয়ে সমগ্র চলচ্চিত্র মহলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি পারিশ্রমিক নিয়ে। 

এক প্রতিবেদনের অনুযায়ী, কিয়ারা আদভানি এই সিনেমার জন্য ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। এই বিপুল পরিমাণ অর্থ মূলত তাঁর সাম্প্রতিক ছবিগুলির সাফল্য এবং ক্রমবর্ধমান জনপ্রিয়তার ভিত্তিতে নির্ধারিত হয়েছে। এর মাধ্যমে তিনি এখন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় জায়গা করে নিয়েছেন।

এদিকে, কন্নড় এবং ইংরেজি ভাষায় তৈরি ‘‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’’ নামক এই সিনেমাটি প্রথমে এপ্রিল মাসে মুক্তির পরিকল্পনা ছিল। তবে কিছু সমস্যা দেখা দেওয়ার কারণে সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। সিনেমাতে কিয়ারা আদভানি, যশ, ড্যারেল ডি’ সিলভা, এবং অক্ষয় ওবেরয় মুখ্য ভূমিকায় অভিনয় করছেন।

আশিক

×