ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

চার কণ্ঠশিল্পীর ‘ঈদ মোবারক’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৬, ২১ মার্চ ২০২৫; আপডেট: ২১:১৬, ২১ মার্চ ২০২৫

চার কণ্ঠশিল্পীর ‘ঈদ মোবারক’

ঈদ উৎসবে বাংলাদেশ বেতারে প্রচারের জন্য ‘ঈদ মোবারক’ শিরোনামে একটি পিলার সং করা হয়েছে।    ঈদের প্রথম  দিন থেকেই  এই গানের প্রচার শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান গীতিকার ও  সুরকার কবির বকুল। ‘ঈদ মোবারক’ শিরোনামের এই গানটি কবির বকুলের  লেখা ও সুর করা। গানটিতে কণ্ঠ দিয়েছেন  ক্লোজআপ ওয়ান খ্যাত চার তারকা সঙ্গীতশিল্পী। তারা হলেন সাব্বির জামান, সালমা, লিজা ও রাজীব। এরই মধ্যে রাজধানীর আগারগাঁওয়ে  বাংলাদেশ বেতার অফিসে গানটির রেকর্ড করা হয়। রেকর্ডিংয়ে শিল্পীরা এক সঙ্গেই অংশগ্রহণ  করেছেন।
গানটিতে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে সাব্বির জামান বলেন, গীতিকার হিসেবে বকুল ভাইয়ের লেখা গানের প্রশংসা আসলে নতুন করে বলার কিছু নেই। গানটি এমনভাবে লেখা যা প্রতি ঈদেই বেতারে প্রচার করা যাবে। গানটি তারই সুর করা। যেহেতু তিনি নিজেই গানটি লিখেছেন, তিনিই তার নিজের মনের মতো সুর করেছেন। গাইতেও ভীষণ ভালো লেগেছে। দারুণ এক আনন্দ-উচ্ছ্বাস নিয়ে আমরা গানটিতে কণ্ঠ দিয়েছি।

×