
হাতছানি দিচ্ছে পবিত্র ঈদুল ফিতরের উৎসব। আর সেই আনন্দযজ্ঞ উদ্যাপনে মুক্তি পাবে বেশ কয়েকটি নতুন ছবি। সেই তালিকায় রয়েছে জংলি শিরোনামের একটি সিনেমা। মুক্তির প্রতীক্ষায় থাকা এই ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। চলছে সিনেমাটির প্রচার-প্রচারণা। সেই প্রচারণায় বুবলীর লুঙ্গি পরিহিত একটি ছবি নজর কেড়েছে তার ভক্তসহ সিনেমা প্রেমীদের। সম্প্রতি লুঙ্গি পরে থাকা ছবি ফেসবুকে পোস্ট করেন বুবলী। ওই পোস্টে লিখেছেন, ‘হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয় ?’ শুক্রবার পর্যন্ত ওই ছবিতে ৪৭ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে। মন্তব্য এসেছে দশ হাজারের বেশি। এস কে জাবেদ নামের একজন লিখেছেন, ‘এটা তো সাকিব ভাইয়ের লুঙ্গি।’ সাইমন নামে একজন লিখেছেন, ‘ জাস্ট অস্থির লুক।’ ‘জংলি’ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। সিনেমার প্রি-টিজারে শবনম বুবলীকে দেখানো হয়নি। টিজারে বুবলীকে এক ঝলক দেখা গেছে। ফলে বুবলীর চরিত্রটি এখনো খোলাসা করেননি পরিচালক। প্রেম ও প্রতিশোধের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন এম রাহিম। সিয়াম ও বুবলী ছাড়াও এতে অভিনয় করেছেন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু ও সোহেল খান।