
সুড়ঙ্গ শিরোনামের সিনেমার মাধ্যমে সাফল্যের দেখা পেয়েছিলেন আফরান নিশো ও তমা মির্জা। এবার তারা জুটি বেঁধেছেন ‘দাগি’ সিনেমায়। ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। ছবি মুক্তির আগে প্রকাশিত হয়েছে ‘একটুখানি মন’ শিরোনামে গান। এই গানে নিশো ও তমার রোমান্টিক রসায়ন নজর দর্শকের। গানটির সুরকার ও সংগীত পরিচালক সাজিদ সরকার। গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও তরুণ কণ্ঠশিল্পী মাশা ইসলাম। গানটি লিখেছেন কবি ও কথাশিল্পী সাদাত হোসাইন।
গানটির ভিডিওতে দৃশ্যায়িত হয়েছে নিশো ও তমার অভিনীত চরিত্র নিশান ও জেরিনের ভালোবাসার গল্প। সম্পর্কের কিছু পথ পেরিয়ে এসে নিশান বুঝতে পারে, জেরিনই তার হৃদয়ের একমাত্র ঠিকানা। অন্যদিকে, জেরিনের চোখে আছে প্রেম, ভুল বোঝাবুঝি, আবার কাছে আসার আকুতি। একে অপরের প্রতি টান, ভালোবাসার চাওয়া-পাওয়া মিলিয়ে ‘একটুখানি মন’ যেন হয়ে উঠেছে দু’জনের আবেগের গল্প।
এই গানে কাজ করা প্রসঙ্গে নিশো বলেন, গানের মধ্যে গল্প আছে, আবেগ আছে। আমার আর তমার রসায়ন দর্শকদের নতুনভাবে ভাবাবে বলে মনে করি। গানটি নিয়ে উচ্ছ্বসিত তমা মির্জা বলেন, প্রেমের গান সব সময়ই অন্যরকম। কিন্তু এই গানের কথাগুলো যেন আরও গভীর, যা অনুভূতি ছুঁয়ে যায়। গানের শূটিং করতেও আমাদের দারুণ লেগেছে।
এদিকে এই গান দিয়ে ১০ বছর পর একসঙ্গে কাজ করলেন নির্মাতা শিহাব শাহীন ও সুরকার সাজিদ সরকার। দর্শক শ্রোতাদের প্রশংসায় ভাসছে ১ মিনিট ৪২ সেকেন্ডের গানের ভিডিওটি। এতে নিশো ও তমাকে পাওয়া গেছে রোমান্টিক মুডে। ভিন্ন লুক এবং পরিস্থিতিও প্রকাশ পেয়েছে কিছু দৃশ্যে।