
জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা তার জীবনের পরিবর্তন এবং ইসলামের প্রতি গভীর আগ্রহের কথা তুলে ধরলেন সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে।
তিনি বলেন, "ইসলামের পথ চুজ করা আমার মনে হলো আমার সবচেয়ে বেস্ট একটি ডিসিশন।" লুবাবা জানান, "এখন আমার বেশি ভালো লাগে মানুষকে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে। আমি নিজেও শিখছি। যদি তার পাশাপাশি মানুষকে শেখাই, তাহলে আমি মনে করি এটা খুব ভালো একটা ইমপ্যাক্ট ফেলবে আমাদের সোসাইটিতে।"
নিজের জীবনকে ইসলামের পথে গড়ে তুলতে দৃঢ় মনোভাব নিয়ে নতুন রূপে সবার সামনে হাজির হলেন জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা। তিনি জানান, "যদি আরো পরিবর্তন ঘটে তবে নিজেকে ইসলামের দিকে আরো বেশি পরিবর্তন করব। এমনকি তখন হয়তো মিডিয়ার সামনে একদমই আসবেন না।"
অভিনয় নিয়ে লুবাবা জানান, "এখন আমি কাজ করছি, কিন্তু আমি খুবই বেছে বেছে কাজ করছি। কাজের উপর আমার এখন ইন্টারেস্ট কমে গিয়েছে।"
তিনি আরও বলেন, "এখন আমার বেশি ভালো লাগে মানুষকে ইসলামের বিষয়ে শিক্ষা দিতে।"
লুবাবা সংস্কৃতিমনা পরিবারে জন্মগ্রহণ করেন। তার দাদা, প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের, যিনি তাকে অভিনয়ের প্রতি আগ্রহী করে তোলেন। ছোটবেলাতেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন লুবাবা।
লুবাবা নিয়মিতই কাজ করে যাচ্ছেন অভিনয় ও মডেলিং এ, তবে বর্তমানে তার দৃষ্টি ইসলামের দিকে এবং সমাজে ভালোর প্রভাব সৃষ্টি করার উপর।
লুবাবা তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলেন, "আমি যদি নিজেকে আরো ইসলামের পথে পরিবর্তিত করতে পারি, তবে আমি আশা করি, সমাজে একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারব।"
সূত্র:https://tinyurl.com/5by754wk
আফরোজা