ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

নায়িকাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্তই পর্দায় ভালো লাগে : বর্ষা

প্রকাশিত: ১৪:২৩, ২১ মার্চ ২০২৫

নায়িকাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্তই পর্দায় ভালো লাগে : বর্ষা

ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন। ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটেছিল তার, যেখানে তিনি অভিনয় করেছিলেন স্বামী অনন্ত জলিলের বিপরীতে। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে একাধিক আলোচিত সিনেমায় অভিনয় করার পর এবার বিদায়ের সিদ্ধান্ত নিলেন বর্ষা।

আর নতুন সিনেমায় নেই বর্ষা

এক সংবাদ সম্মেলনে বর্ষা জানিয়েছেন, ‘হাতে থাকা তিন-চারটি সিনেমা শেষ করেই আমি অভিনয় থেকে সরে দাঁড়াব। এরপর নতুন কোনো সিনেমায় কাজ করার পরিকল্পনা নেই।’

তিনি বলেন, ‘নায়িকাদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত পর্দায় মানানসই লাগে। আমি মনে করি, সেই সময়টা পার করে এসেছি। পাশাপাশি আমার সন্তানরাও বড় হচ্ছে। আমার বড় ছেলের বয়স এখন ১০, ছোট ছেলের ৭। কয়েক বছর পর ওরা কিশোর হয়ে যাবে, তখন ওদের মায়ের সিনেমায় অভিনয় করা কেমন দেখাবে? এসব ভেবেই আমি অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

 

নিজের সিদ্ধান্তের বিষয়ে ব্যাখ্যা দিয়ে বর্ষা বলেন, ‘আমি সব সময় বাস্তববাদী চিন্তা করি। আমার মনে হয়, নায়িকাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্তই পর্দায় ভালো লাগে। তাই যত দিন স্ক্রিনে মানানসই ছিলাম, তত দিন কাজ করেছি। এখন সময় এসেছে সরে দাঁড়ানোর।’

প্রসঙ্গত, ২০১০ সালে প্রথম সিনেমায় কাজ করার সময় অনন্ত জলিলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান বর্ষা। এরপর ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন

কানন

×