ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

মধ্যরাতে আয়েশার ঘরে অক্ষয়, তারপরই খেল খতম, কী ঘটেছিল সেই রাতে?

প্রকাশিত: ১১:৩৫, ২১ মার্চ ২০২৫

মধ্যরাতে আয়েশার ঘরে অক্ষয়, তারপরই খেল খতম, কী ঘটেছিল সেই রাতে?

বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। প্রতি বছর ভারতের প্রেক্ষগৃহে মুক্তি পায় চারটি সিনেমা। ষাট ছুঁইছুঁই বয়সেও তিনি তরুণদের থেকে এগিয়ে। বর্তমানে সফলতার থেকে ফ্লপ সিনেমার পাল্লা ভারি। কিন্তু যখন অভিনয়ের সোনালি দিন ছিল তখন কারিশমা কাপুর, রাভিনা ট্যান্ডন থেকে শুরু করে নব্বইয়ের দশকের হিট নায়িকা শিল্পা শেঠিদের হৃদয়ের পুরুষ ছিলেন তিনি।

অভিনয়জীবনে উপহার দিয়েছেন, ‘দিল কী বাজী’, ‘কায়দা কানুন’, ‘ওয়াক্ত হামারা হ্যায়’, ‘গোলমাল’ র মতো জনপ্রিয় সব ছবি। তবে অবাক করা কথা সিনেমাতে সফল অভিনেতা বাস্তব জীবনে চরম ব্যার্থ। মাঝরাতে প্রেমের প্রস্তাব নিয়ে যান নায়িকা আয়েশা জুলকারের বাড়িতে। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। 

আয়েশা নব্বইয়ের দশকের বলিউড অভিনেত্রী। খুব অল্প সময়ের মধ্যেই বলিউডের প্রযোজকদের চোখের মণি হয়ে উঠেছিলেন তিনি। তখন ঋষি কাপুর, অক্ষয় কুমার, মিঠুন চক্রবর্তী, আমির খান- বলিউডের তাবড় তাবড় নায়কদের সঙ্গে জুটি বেঁধেও একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদন অনুযায়ী, সেই সময় এক বিনোদনমূলক ম্যাগাজিনে প্রকাশিত এক খবর নিয়ে বলিউডে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। মাঝরাতে নাকি আয়েশার বাড়িতে হাজির হয়েছিলেন অক্ষয় কুমার। নাহ, দরজা দিয়ে নয়। অক্ষয় নাকি সিনেমার কায়দায় জানালা দিয়েই ঢুকেছিলেন প্রেম প্রস্তাব দিতে! তবে তৎক্ষণাৎ সেই প্রস্তাবকে নাকচ করেন আয়েশা। কেননা, অক্ষয়ের স্বভাবের কথা তিনি জানতেন।

প্রেমে ব্যার্থতা সহ্য করতে না পেরে অভিনেতা বিয়ে করেন রাজেশ খান্নার কন্যা রাভিনা ট্যান্ডনকে।

সজিব

×