
দীর্ঘ ছয় বছর পর ঢাকায় ফের গান গাইবেন পাকিস্তানি রক সংগীতশিল্পী আলী আজমত। তিনি পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুন-এর সদস্য হিসেবে পরিচিত, এবং 'দ্য ভয়েজ অব জুনুন' নামে খ্যাতি অর্জন করেন। ২০০৬ সালে নতুন ব্যান্ড সোশ্যাল সার্কাস গঠন করে দেশের বাইরে বিভিন্ন স্থানে পারফর্ম করেন। সর্বশেষ ২০১৯ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টে পারফর্ম করেছিলেন।
এবার, ঈদুল ফিতরের পর ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ কনসার্টে আবার ঢাকায় আসছেন তিনি। এই কনসার্টটির আয়োজন করেছে অ্যাসেন বাজ এবং এটি অনুষ্ঠিত হবে আগামী ২ মে, ইউনাইটেড কনভেনশনে সেন্টারে। টিকিট বিক্রি শুরু হয়ে গেছে, এবং ঈদ-উল-ফিতরের আগে টিকিট কিনলে বিশেষ ডিসকাউন্টও মিলবে।
রাজু