
স্বামী সন্তান নিয়ে মার্কিন মুলুকেই বাস করেন দেশী গার্লখ্যাত প্রিয়াঙ্কা চোপড়া। তবে পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কাজের কারণে তাকে ভারতে আসতেই হয়। সেই সুবাদে সম্প্রতি তিনি এসএস রাজামৌলির সিনেমা ‘এসএসএমবি ২৯’ সিনেমার শূটিং করতে ভারত এসেছিলেন। শূটিং করছিলেন ওড়িশায়। মুম্বাইয়ে ফেরার সময় ওড়িশার বিশাখাপত্তম বিমানবন্দরে একটি অদ্ভুত ঘটনার সাক্ষী হন তিনি। ঘটনাটি ইনস্টাপ্রামে একটি ভিডিও বার্তার মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী।
ওই ঘটনার বিবরণে প্রিয়াঙ্কা বলেন, আমি ড্রাইভ করছিলাম বিশাখাপত্তম বিমানবন্দরের উদ্দেশে। তখন রাস্তার পাশে পেয়ারা বিক্রি করছিলেন এক নারী। কাঁচা পেয়ারা আমার খুব পছন্দ। আমি তাকে বললাম, সবগুলো পেয়ারার দাম কত। তিনি আমাকে বললেন, ১৫০ রুপি। আমি তাকে ২০০ রুপির একটি নোট দিলাম। তিনি আমাকে বাকি রুপি ফেরত দিতে যাচ্ছিলেন। আমি তাকে বললাম, প্লিজ না, আপনি পুরোটাই রেখে দিন। ভাবলাম, তিনি নিশ্চয়ই এই পেয়ারা বিক্রি করেই জীবিকা নির্বাহ করেন। তিনি চলেও যাচ্ছিলেন। কিন্তু যখন লাল বাতি জ্বললো সিগন্যালে, তিনি ফিরে এসে আমাকে আরও দু’টি পেয়ারা দিয়ে গেলেন। তিনি একজন কর্মঠ নারী। তিনি কিন্তু চ্যারিটি চাননি। বিষয়টি আমাকে অনুপ্রাণিত করেছে। প্রসঙ্গত, রাজামৌলির ‘এসএসএমবি ২৯’ সিনেমায় প্রিয়াঙ্কা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে আছেন মহেশ বাবু। বলা হচ্ছে, এটি হতে যাচ্ছে রেকর্ড পরিমাণ বাজেটের সিনেমা। দেশী গার্ল প্রিয়াঙ্কা চোপড়া এখন মার্কিন মুল্লুকেই বসবাস করেন স্বামী-সন্তান নিয়ে। তবে পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কাজের কারণে তাকে ভারতে আসতেই হয়। বলা যায়, তিনি ভারত-যুক্তরাষ্ট্র করতে থাকেন নিয়মিত।