ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

যে কারণে মিডিয়া ছেড়ে দিতে চান বর্ষা!

প্রকাশিত: ২০:১৫, ২০ মার্চ ২০২৫

যে কারণে মিডিয়া ছেড়ে দিতে চান বর্ষা!

সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী বর্ষা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমার কাছে মনে হয় না যে তখন পর্দার হিরোইন ওভাবে একটা মানাবে আর কি। এজন্য বলেছি, আমি খুব বাস্তব, আমি বাস্তবতা বলতে চাই। আমার চিন্তাভাবনা আমার ফ্যামিলি, আমার বাচ্চাদেরকে নিয়ে।"

তিনি আরো বলেন, "আমার কাছে মনে হয় যে আমার পরিবার গুরুত্বপূর্ণ। বড় ছেলে আলহামদুলিল্লাহ ১০ বছর হলো, ছোটটা সাত বছর হলো। তার দুই চার বছর পরেই তো ১৪-১৫ বছর হয়ে যাবে বড়টা। তো এটা আসলে দেখতে ভালো লাগবে না যে আমার মা মিডিয়াতে কাজ করছে বা এটা সেটা।"

তিনি আরও বলেন, "যে তিন চারটা কাজ আছে, এই তিন চারটার পরেই আর করতে চাই না। সুন্দর না মনে হয় এরপরে আর করাটা। কারণ একটা সময় থাকে যে নায়িকা নায়িকা একটা ভাব থাকা উচিত। একটা বয়স থাকে মানুষের। দেখতে সুন্দর লাগে পর্দাতে। আর বাচ্চারাও তো বড় হয়ে যাবে।"

তবে, বর্ষা তাঁর স্বামী সম্পর্কে বলেন, "বাট আমার হাজব্যান্ডকে আমার কোন কথা নেই। সবসময় বলছি যে আমি মেয়েদের বাজারে ওকে ছেড়ে দিতে পারব। আমি রিলাক্সে ঘুমায়ে থাকব। আমি জানি ও ঘুরে টুরে সুন্দর মত চলে আসবে, তাকাবে না কারো দিকে।"

এভাবেই বর্ষা তার মিডিয়া ক্যারিয়ার নিয়ে ভাবনাগুলি তুলে ধরেছেন এবং পরিবারের প্রতি তার গভীর ভালোবাসা ও উদ্বেগ প্রকাশ করেছেন।

আফরোজা

×