ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

হৃতিক রোশনকে ‘তোতলামো’ কাটাতে প্রতিদিন কী কঠিন অনুশীলন করতে হতো?

প্রকাশিত: ১৬:১৯, ২০ মার্চ ২০২৫

হৃতিক রোশনকে ‘তোতলামো’ কাটাতে প্রতিদিন কী কঠিন অনুশীলন করতে হতো?

বলিউডের ‘গ্রিক গড’ হিসেবে পরিচিত হৃতিক রোশন তার অভিনয়, নাচ ও ব্যক্তিত্বের জন্য ভারতীয় উপমহাদেশের এক বিশাল ফ্যানবেস তৈরি করেছেন। তবে, তার জীবন এবং ক্যারিয়ার উজ্জ্বল হলেও, হৃতিকের ব্যক্তিগত জীবনে কিছু দুর্বলতা ছিল। একসময় তার জীবনে ছিল একটি বড় সমস্যা, যা তাকে প্রচুর কষ্ট দিয়েছে – ‘তোতলামো’ বা কথা জড়িয়ে যাওয়া।

হৃতিকের এই সমস্যা শৈশব থেকেই ছিল। দীর্ঘদিন ধরে তাকে এই সমস্যার মোকাবিলা করতে হয়েছিল। তবে, তার বাবা এবং বলিউডের খ্যাতনামা পরিচালক রাকেশ রোশন এক সাক্ষাৎকারে জানান, হৃতিক এই সমস্যার মোকাবিলা করতে কতটা পরিশ্রম করেছেন।

রাকেশ রোশন বলেন, “হৃতিককে দেখে আমার খুব কষ্ট হতো। পড়াশোনায় সে খুব ভালো ছিল। বরাবরই ভীষণ ভদ্র আর বুদ্ধিমান ছেলে ছিল। কিন্তু তোতলামোর কারণে ঘর থেকে বের হত না সে।” একবার দুবাইয়ে একটি অনুষ্ঠানে হৃতিককে "ধন্যবাদ, দুবাই" এই দুটি শব্দ বলতে হয়েছিল, কিন্তু সে শব্দ দুটি বলতে তাকে খুব সমস্যা হচ্ছিল। রাকেশ আরও বলেন, "বারবার চেষ্টা করছিল সে। প্রায় দুই ঘণ্টা বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই শব্দ দুটো আউড়ে যাচ্ছিল, যাতে দর্শকের সামনে জড়িয়ে না যায়।"

হৃতিকের এই সমস্যার সমাধানে তার বাবা জানিয়েছিলেন, “তোতলামো কাটিয়ে উঠতে প্রতিদিন সকালে উঠে হৃতিক এক ঘণ্টা জোরে জোরে সংবাদপত্র পড়তো। ইংরেজি, হিন্দি, উর্দু সব ভাষার সংবাদপত্র। এই ধরনের কঠোর অনুশীলনের পরই সে তার সমস্যাটি কাটিয়ে উঠতে সক্ষম হয়। গত ১২-১৪ বছর ধরে হৃতিক আর এই সমস্যা সম্মুখীন হয়নি।”

হৃতিক রোশন তার জীবনের এই সমস্যাগুলো কাটিয়ে উঠে আজকের অবস্থানে পৌঁছেছেন, যা অনেকের জন্য একটি প্রেরণার উৎস।

রাজু

×