ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

ডাকাতি শেষে অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব সুদর্শন ডাকাতের!

প্রকাশিত: ১৩:৫৯, ২০ মার্চ ২০২৫; আপডেট: ১৪:০৬, ২০ মার্চ ২০২৫

ডাকাতি শেষে অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব সুদর্শন ডাকাতের!

ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী রিমঝিম মিত্র সম্প্রতি একটি অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, যা শুনে অনেকেই অবাক হয়ে যাবেন। এক সময় ঝাড়খণ্ডে নাচের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে, রিমঝিমের সঙ্গে তার নাচের দলের সদস্যরা একটি ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন।

রিমঝিম জানিয়েছেন, ট্রেনে চড়ে ফেরার সময় তাদের স্টেশনে দাঁড়ানোর মুহূর্তে কিছু সুদর্শন ছেলেকে দেখে তারা কিছুটা মোহিত হন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্টেশনে লোডশেডিং হয়ে যায় এবং আলোর ফিরে আসতেই ছেলেগুলো গায়েব হয়ে যায়। ট্রেনে উঠে তারা এক কামরায় বসে ছিলেন।

হঠাৎ ট্রেনটি মাঝপথে থেমে যায় এবং রিমঝিম ও তার বান্ধবী টয়লেটে চলে যান। বেরিয়ে আসার পর তারা দেখেন, মমতা শঙ্করের স্বামী এবং দলের এক সদস্য হন্তদন্ত হয়ে আসছেন, তার মাথা থেকে রক্ত ঝরছে। তিনি তাদের জিজ্ঞেস করেন, "ওরা আসেনি তো এখানে?"

রিমঝিম জানতে পারেন, ওই ট্রেনে একদল ছেলেই ছিল ডাকাত। তারা ট্রেন থামিয়ে ডাকাতি করছিল এবং তাদের লক্ষ্য ছিল নাচের দলের মেয়েরা। রিমঝিম বলেন, "ডাকাতরা বলছিল, ‘ওদের বিয়ে করব, সংসার করব।’"

এ ঘটনা রিমঝিমের জন্য ছিল একটি চমকপ্রদ এবং ভয়াবহ অভিজ্ঞতা, যা আজও তার মনে অমোচনীয় স্মৃতি হয়ে আছে।
 

কানন

×