
ছবি: সংগৃহীত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর, গত ফেব্রুয়ারিতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ব্যাপক ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। বর্তমানে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এই বাড়িটি ভাঙার এক মাস পর, জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি সেখানে গিয়ে ছবি তুলেছেন। বুধবার দিবাগত রাতে সেই ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। পরাধীনতার শেকলমুক্ত একটি নতুন বাংলাদেশের সূচনা।”
এরপর আরেকটি পোস্টে তিনি লেখেন, “আমি এখন আছি সুখে, আগুন জ্বলুক খুনীর দোসরদের বুকে। ঘুমাতে গেলাম।”
সায়মা ইসলাম