ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

শবনম ফারিয়াকে অশালীন মন্তব্যকারী কর্মচারীর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে সাজিদা ফাউন্ডেশন

প্রকাশিত: ০১:২৯, ২০ মার্চ ২০২৫; আপডেট: ০১:৩০, ২০ মার্চ ২০২৫

শবনম ফারিয়াকে অশালীন মন্তব্যকারী কর্মচারীর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে সাজিদা ফাউন্ডেশন

ছবি: সংগৃহীত

সম্প্রতি অভিনেত্রী শবনম ফারিয়ার এক ফেসবুক পোস্টে সাজিদা ফাউন্ডেশনের এক কর্মী অশালীন ও অপ্রীতিকর মন্তব্য করেন। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছেন শবনম ফারিয়া।

তিনি নিজের পোস্টে ক্ষোভ প্রকাশ করে লেখেন, "একজন সুস্থ মানসিকতার মানুষ কীভাবে অপরিচিত একজনকে এমন নোংরা ভাষায় আক্রমণ করতে পারেন? আমরা অভিনয় করি মানে কি আমরা যৌ/নকর্মী? কেবলমাত্র হাতে একটি মোবাইল থাকলেই কি কারও প্রতি যেকোনো ধরনের কটূক্তি করা যায়?"

শবনম ফারিয়ার এই প্রতিবাদ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিষয়টি নজরে আসে সাজিদা ফাউন্ডেশনেরও।

ফাউন্ডেশন তাদের ফেসবুক স্ট্যাটাসে জানায়, “সবার জন্য স্বাস্থ্য, সুখ ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সাজিদা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। মানবিক মূল্যবোধ ও মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমাদের মূল নীতি। আমরা প্রত্যাশা করি, আমাদের প্রতিটি কর্মী এসব মূল্যবোধ মেনে চলবেন।

আমরা ১৮ মার্চ শবনম ফারিয়ার ফেসবুক পোস্টে আমাদের কর্মী রাকিবুল হাসানের করা মন্তব্যের তীব্র নিন্দা জানাই। অফিস সময়ের ভেতরে হোক বা বাইরে, এমন আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ইতোমধ্যে আমাদের ‘সেফগার্ডিং কমিটি’ এ বিষয়ে তদন্ত শুরু করেছে এবং প্রতিষ্ঠানের নীতিমালার ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

সাজিদা ফাউন্ডেশনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে শবনম ফারিয়া পাল্টা এক পোস্টে লেখেন, “অনলাইনে বা অফলাইনে, কেউই কোনো নারীর প্রতি হয়রানি করার অধিকার রাখে না। অসম্মানজনক আচরণ কখনোই সহ্য করা উচিত নয়, আর জবাবদিহিতা নিশ্চিত করাই একটি নিরাপদ পরিবেশ তৈরির জন্য গুরুত্বপূর্ণ।

আমি সাজিদা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখার জন্য। তাদের এই দ্রুত সিদ্ধান্ত স্পষ্ট বার্তা দেয় যে, এমন আচরণের ফলাফল ভোগ করতে হয়, তা যেখানেই হোক না কেন। আসুন, আমরা সবাই হয়রানির বিরুদ্ধে দাঁড়াই এবং সৌহার্দ্য ও শ্রদ্ধাশীলতার পরিবেশ গড়ে তুলি।”

এই ঘটনায় সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সাজিদা ফাউন্ডেশনের পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখছেন এবং নারীদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন।

এম.কে.

×