ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

যে কারণে মিডিয়া ছেড়ে দিতে চান নায়িকা বর্ষা!

প্রকাশিত: ০০:১৪, ২০ মার্চ ২০২৫

যে কারণে মিডিয়া ছেড়ে দিতে চান নায়িকা বর্ষা!

ছবিঃ সংগৃহীত

চিত্রনায়িকা বর্ষা তার স্বামী অনন্ত জলিল সম্পর্কে বলেছেন, মেয়েদের বাজারে অনন্ত জলিলকে ছেড়ে দিতে পারব, আমি রিলাক্সে ঘুমিয়ে থাকব। আমি জানি ও ঘুরেফিরে সুন্দর মত চলে আসবে। তাকাবেও না কারো দিকে। 

তিনি বলেন, একটা সময় থাকে নায়িকা নায়িকা ভাব থাকা উচিত, একটা বয়স থাকে। মানুষের দেখতে সুন্দর লাগে পর্দাতে। আর বাচ্চারাও বড় হয়ে যাবে। আমার কাছে মনে হয় না তখন পর্দার হিরোইনে তখন মানাবে। 

বর্ষা আরো বলেন, আমার কাছে আমার পরিবার অনেক গুরুত্বপূর্ণ, আমার মনে হয় বাচ্চারা বড় হলে তখন আর দেখতে ভালো লাগবে না ওদের যে, তাদের মা মিডিয়াতে কাজ করে।

 

সূত্রঃ https://youtu.be/iJ8vfjL2dtM?si=QX4zH33Xze9aAOAN

রিফাত

×