ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

নুসরাত ফারিয়া

ঝলমলে

নাজমুন নাহার নিশি

প্রকাশিত: ২১:০২, ১৯ মার্চ ২০২৫

ঝলমলে

ঈদের আগেই উৎসবের আমেজ নিয়ে হাজির হলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার সঙ্গী আব্দুন নূর সজল। ঈদে মুক্তি পাচ্ছে এ জুটির  ‘জ্বীন ৩’ সিনেমা। তার আগে প্রকাশ পেয়েছে এই সিনেমার ‘কন্যা’ গানটি। ১৭ মার্চ সন্ধ্যায় গানটি প্রকাশ পেতেই সামাজিক যোগাযোগমাধ্যমে হুল্লোড় পরে যায়।   সেই সঙ্গে প্রশংসার বন্যায় ভাসছেন সজল ও ফারিয়া। বিশেষ করে ফারিয়া যেন আলাদাভাবে সবার প্রশংসা কুড়াচ্ছেন। ‘কন্যা’ গানে রীতিমতো রঙিন হয়ে ধরা দিয়েছেন এ গ্ল্যামারকন্যা। ফারিয়া তিনটি ভিন্ন কস্টিউমে হাজির হয়েছেন। সিঁদুর লাল শাড়িতে একেবারে টুকটুকে বউ এর সাজে, কুসুম রঙা শাড়িতে যেন নামিয়েছেন বসন্ত এবং সাদা কুর্তিতে মোহনীয় ফারিয়া নজর কেড়েছেন সবার। অন্যদিকে আব্দুন নূর সজলও পরেছেন ভিন্ন তিনটি রঙের কস্টিউম। সাদা, কুসুম ও কালো রঙের পাঞ্জাবিতে তিনিও সুন্দর। গানের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি, সেটি হলো, রং-বেরঙের মুখোশ ব্যবহারে গানটি রঙের বাহারে ভর্তি। সব মিলিয়ে ঈদ উৎসবের স্পষ্ট আমেজ। সোশ্যাল মিডিয়ায় অনেক তারকা গানটি শেয়ার করেছেন। কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাও এ গানটি শেয়ার করেছেন তার ফেসবুকে।
‘কন্যা’ গানটি শেয়ার দিয়ে শবনম বুবলী লিখেছেন, ‘এই গানে তোমাকে খুব সুন্দর লাগছে নুসরাত ফারিয়া। অনেকদিন পর এমন গানে তোমাকে দেখে খুব ভালো লাগছে। তোমাকে ভালোবাসি প্রিয়।
গানটি যেমন সুন্দর, তেমন কালারফুল। পুরো টিম দারুণ কাজ করেছে।’
মাহিয়া মাহি গানটি শেয়ার দিয়ে ফারিয়ার প্রশংসা করে লিখেছেন, ‘আল্লাহ লাল শাড়িতে তোকে কত্ত সুন্দর লাগছে দোস্ত।’ সিয়াম আহমেদ গানটি শেয়ার দিয়ে লিখেছেন, ‘বেস্ট অব লাক টিম।’ সাধারণ দর্শকও গানটির প্রশংসা করেছেন বেশ। গানের নিচে কমেন্টবক্স ভরে গেছে সুন্দর সুন্দর প্রশংসা বার্তায়। একজন লিখেছেন, ‘গানটি অসাধারণ, মার্জিত। সুন্দর লিরিক্স।
খুব ভালো লেগেছে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আগুন আগুন, মধু মধু।’

কন্যা গানের দৃশ্যে সজল ও নুসরাত ফারিয়া
‘কন্যা’ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। কণ্ঠের পাশাপাশি ‘কন্যা’র সুর-সংগীতও ইমরানের। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘জ্বীন’ সিনেমার প্রথম কিস্তিতে দেখা গেলেও দ্বিতীয় কিস্তিতে ছিলেন না সজল। এবার তিনি যুক্ত হলেন তৃতীয় কিস্তিতে।
প্রথম কিস্তিতে প্রশংসিত হয়েছিলেন এই অভিনেতা। ২০২৩ সালে মুক্তি পায় এর প্রথম কিস্তি ‘জ্বীন’। গেল বছর প্রেক্ষাগৃহে আসে ছবির দ্বিতীয় অধ্যায় ‘মোনা: জ্বীন-২’।
এবার রোজার ঈদে আসছে ‘জ্বীন ৩’।
এটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। বিরতির পর এ সিনেমা দিয়ে ফিরছেন ঢালিউড কন্যা। এছাড়া সিনেমার মাধ্যমে দীর্ঘ সাত বছর পর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী। গানের আগে অন্তর্জালে প্রকাশ পেয়েছে ‘জ্বীন’ সিনেমার তৃতীয় সিক্যুয়েল ‘জ্বীন থ্রি’-র পোস্টার। সেখানে দেখা যাচ্ছে, ঢিলেঢালা কালো পোশাকে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে এক ভূত। তার পাশে আবদুন নূর সজল ও তানিয়া আহমেদ।
হাতের লম্বা কালো নখ আর রক্তচোষা বড় বড় দাঁতের ভূত! ভয়ংকর এ লুকেই পর্দায় হাজির হচ্ছেন ফারিয়া। গ্ল্যামারাস অভিনেত্রীর এমন লুক দেখে সিনেমাটি নিয়ে এরইমধ্যে কৌতূহলী দর্শকরা।
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমা দিয়ে ২০১৫ সালে বড়পর্দায় পদার্পণ করেন নুসরাত ফারিয়া। এরপর তার একটি শক্ত অবস্থান তৈরি হয় চলচ্চিত্রে। গ্ল্যামারাস নায়িকা হিসেবে জনপ্রিয় হয়ে উঠেন সিনেমাপ্রেমীদের মাঝে।

×