ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

দীর্ঘস্থায়ী প্রেমকে সমর্থন করেন না কুসুম শিকদার

প্রকাশিত: ১৯:৩৭, ১৯ মার্চ ২০২৫

দীর্ঘস্থায়ী প্রেমকে সমর্থন করেন না কুসুম শিকদার

ছবি: সংগৃহীত

বাংলাদেশের নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার প্রেম নিয়ে বেশ ব্যতিক্রমী এক মন্তব্য করেছেন। তাঁর মতে, প্রেম অল্পদিন থাকলেই তা সবচেয়ে সুন্দর থাকে, কিন্তু দীর্ঘস্থায়ী হলে সেটি তার আবেদন হারিয়ে ফেলে।

সম্প্রতি এক আলোচনায় কুসুম শিকদার বলেন, “প্রেম বেশিদিন থাকলে সেটা প্রেম থাকে না, বরং খারাপ হয়ে যায়। ঠিক যেমন ফল বেশি দিন রাখলে পচে যায়, তেমনি প্রেমও সময়ের সঙ্গে নষ্ট হয়ে যায়। আর লেবু বেশি কচলালে যেমন তিতা হয়ে যায়, প্রেমও তেমনই দীর্ঘস্থায়ী হলে তার সৌন্দর্য হারায়।”

তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ তাঁর সঙ্গে একমত হলেও, অনেকেই প্রেমের প্রকৃত সৌন্দর্য সময়ের পরীক্ষায় টিকে থাকার মধ্যেই বলে মনে করেন।

আবীর

×