ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

আইপিএল উদ্বোধনে জমকালো পারফরম্যান্স: কে কে থাকছেন এবার?

প্রকাশিত: ১৬:১০, ১৯ মার্চ ২০২৫

আইপিএল উদ্বোধনে জমকালো পারফরম্যান্স: কে কে থাকছেন এবার?

এই বছর ‘আইপিএল-২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানও হবে অত্যন্ত জমকালো এবং আকর্ষণীয়। ২২ মার্চ কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে আয়োজিত হতে যাচ্ছে এই মেগা ইভেন্ট। অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন অনেক বলিউড তারকা এবং অন্যান্য খ্যাতনামা ব্যক্তিত্ব।

এবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সালমান খান, প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর এবং সঞ্জয় দত্ত। এছাড়া, আমেরিকান পপ ব্যান্ড ‘ওয়ানরিপাবলিক’ও পারফর্ম করবে। শাহরুখ খান তার দল ‘কেকআর’-এর সমর্থনে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, অন্যদিকে সালমান খান আসবেন তার সিনেমা ‘সিকান্দার’ প্রচারের জন্য।

এই অনুষ্ঠানটি আরও বিশেষ হয়ে উঠবে ক্যাটরিনা কাইফ, অনন্যা পাণ্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, কারিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুশমান খুরানা এবং সারা আলি খানের উপস্থিতির মাধ্যমে। এছাড়া, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, করণ অউজলা, দিশা পাটানী, শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধবনও তাদের পরিবেশনা উপস্থাপন করবেন।

‘আইপিএল’ ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানটিতে ‘ওয়ানরিপাবলিক’ ব্যান্ডের সঙ্গে পারফর্ম করবেন করণ অউজলা এবং দিশা পাটানী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অনেক বড় খেলোয়াড়ও।

এবং, ২০২৪ সালের আইপিএলের ১৮তম সিজনের প্রথম ম্যাচটি হবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। মোট ১০টি দল এবারের সিজনে অংশগ্রহণ করবে, এবং মোট ৭৪টি ম্যাচ ১৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। গ্র্যান্ড ফাইনাল হবে ২৫ মে।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

রাজু

×