ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

নিশ্চিত ছিলাম আমার মৃত্যু হবে: কঙ্গনা রনৌত

প্রকাশিত: ১৪:৪৪, ১৯ মার্চ ২০২৫

নিশ্চিত ছিলাম আমার মৃত্যু হবে: কঙ্গনা রনৌত

কঙ্গনা রনৌত

হিমাচল প্রদেশের ছোট একটি শহর থেকে মুম্বইয়ের টিনসেল টাউনে যাত্রা শুরু করা কঙ্গনা এখন শুধুমাত্র অভিনেত্রীই নন, একজন পরিচালক এবং রাজনীতিবিদও। তবে এই উত্থানের পেছনে রয়েছে এক কঠিন সংগ্রাম, যা অনেকেরই অজানা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা রনৌত জানিয়েছেন, মুম্বইয়ে আসার সময় তিনি প্রায় নিশ্চিত ছিলেন যে তিনি একদিন ভিড়ে হারিয়ে যাবেন অথবা মৃত্যু হবে তাঁর। কিন্তু সময় তাকে অন্য কিছু শিখিয়েছে।

২০০৬ সালে ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন কঙ্গনা। সেই সময়ের কঠিন পরিস্থিতি সম্পর্কে অভিনেত্রী বলেন, “আমি কখনও ভাবিনি যে, আমি জীবনে কিছু করতে পারব। ভেবেছিলাম, হয়তো কেউ আমাকে লক্ষ্য করবে না বা আমি হারিয়ে যাব।”

এই কঠিন সময়ে কঙ্গনা বই পড়তে শুরু করেন এবং দর্শন ও কবিতার বইয়ে মনোযোগী হন। তিনি জানান, এই অভিজ্ঞতা তাকে পরিণত মানুষ হতে সাহায্য করেছে। “আমি অনেক অডিশনে অংশ নিয়েছিলাম। তবে মনে হয়েছিল, কেউ আমাকে চেনবে না। তবে সেই সময়েই আমি শিখেছিলাম, জীবনে কিছু করতে হলে সংগ্রাম করতে হয়।”

আজ কঙ্গনা রনৌত শুধু বলিউডেই সফল নয়, তিনি এখন হিমাচল প্রদেশের মন্ডী কেন্দ্রের বিজেপি সাংসদ।

আশিক

×