ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

এবার আপত্তিকর স্ক্রিনশট ফাঁস করলেন ফারিয়া!

প্রকাশিত: ১৩:৪৭, ১৯ মার্চ ২০২৫

এবার আপত্তিকর স্ক্রিনশট ফাঁস করলেন ফারিয়া!

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বর্তমানে আগের তুলনায় অনেকটা কাজ কমিয়েছেন। ২০১৮ সালে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। অভিনয়ের পাশাপাশি তিনি শাকিব খানের প্রসাধনী কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন।

সম্প্রতি এক অনুষ্ঠানে শবনম ফারিয়া তাসকিন আহমেদ ও তামিমসহ আরও অনেক তারকার সঙ্গে উপস্থিত ছিলেন। সেখানে এক ভিডিওতে হাসতে হাসতে তিনি বলেছিলেন, "আমি তাসকিনের পাশে দাঁড়াবো না, আমাকে খাটো লাগবে, তামিম ভাইয়া তুমি আসো।"

এই ভিডিওর মন্তব্যে এক যুবক আপত্তিকর মন্তব্য করেন, যা ফারিয়ার নজরে আসে। তিনি ফেসবুকে সেই মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করে বলেন, "আমি তো শুধু খুনসুটির মেজাজে বলেছিলাম, কিন্তু কেন একজন সুস্থ মানুষের অচেনা ব্যক্তিকে পতিতা মনে হবে?" ফারিয়া আরও বলেন, "এ ধরনের মন্তব্য প্রায়ই শুনতে হয়, কিন্তু কেন আমরা এগুলো ইগনোর করব? আপনি মোবাইলের মাধ্যমে কাউকে অপমান করতে পারেন না।"

অভিনেত্রী শবনম ফারিয়া অবাক হয়ে বলেন, "দেশে নানা আন্দোলন হচ্ছে, কিন্তু মানুষের এই মানসিকতা কিভাবে পরিবর্তন করা যাবে?" তিনি এও বলেন, "এমন ব্যক্তিরা এনজিওতে কাজ করেন, অথচ তাদের মানসিকতা এমন।"

এই পোস্টের পর অনেকেই যুবকের কড়া সমালোচনা করেছেন এবং তার বিচারের দাবি জানিয়েছেন।

শিহাব

×