
ছবি: জনকণ্ঠ
চাইম ব্যান্ডের ভোকালিস্ট খালিদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন গাইলেন খালিদের গাওয়া শ্রোতাপ্রিয় ‘ভালবাসার সাতকাহন’ গানটি। শফিক তুহিনের কথা ও সুরে ২০০৬ সালে প্রকাশিত বাপ্পা মজুমদার ও খালিদের ‘বলো না বিদায়’ মিশ্র অ্যালবামে গানটি গেয়েছিলেন খালিদ।
শফিক তুহিন বলেন, কণ্ঠশিল্পী খালিদ সবার প্রিয় শিল্পী। আমার কথায় তিনি ‘ভালবাসার সাতকাহন’ গেয়েছিলেন প্রায় বিশ বছর আগে। সে সময় গানটি শ্রোতাপ্রিয় হয়েছিল। খালিদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা জানিয়েই এ গানটি আবার প্রকাশ করছি আমার কণ্ঠে। আশা করছি, আমার কণ্ঠেও গানটি ভালো লাগবে শ্রোতাদের।
শফিক তুহিন জানান, গানটি আজ তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।
বুলবুল/শহীদ