
ছবি: সংগৃহীত
জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান জানান, ফ্যাশন তার কাছে ট্রেন্ড নয়, বরং যা তিনি ক্যারি করতে পারেন এবং যেটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেটাই তার জন্য ফ্যাশন।
ঈদকে বিশেষ উপলক্ষ হিসেবে দেখেন তিনি, তাই দেশীয় পোশাক পরতেই পছন্দ করেন। প্রতি ঈদেই নিজের মতো করে স্টাইল করেন এবং পাঞ্জাবি পরেন, যা তাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়।
ট্রেন্ড পরিবর্তনশীল হলেও হৃদয় খান মনে করেন, ফ্যাশন হওয়া উচিত নিজের স্বাচ্ছন্দ্যের উপর নির্ভরশীল। একসময় ভিন্ন ধরনের প্যান্ট ও টিশার্ট পরলেও এখন তিনি নিজের আরামের কথা ভেবে পোশাক নির্বাচন করেন।
আবীর