
দেশের জনপ্রিয় উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা। গ্ল্যামার ও মেধার অন্যতম দৃষ্টান্ত তিনি। পেশাদার চিকিৎসক হওয়ার পরেও সমানতালে কাজ করছেন শোবিজে। স্পোর্টস শো, সেলিব্রিটি শো, কুকিং শো কোথাও তার কমতি নেই। আসন্ন ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এই উপস্থাপিকা বলেন, বিভিন্ন টেলিভিশনে ঈদের শো-এর শূটিং নিয়ে বেশ ব্যস্ততা যাচ্ছে। এবার তুলনামূলক শো কম করছি। প্রতি রোজায় একশ করলে এবার করছি ৬০টির মতো। রমজানে চারটি চ্যানেলে শো চলছে। এনটিভি, মাছরাঙা, চ্যানেল আই ও নাগরিক টিভিতে শোগুলো যাচ্ছে। সামনে আইপিএলের শো করব। একটি স্পোর্টস শো শুরু হবে যেখানে আমাকে দর্শক নতুনভাবে দেখবে। এপ্রিলে ভালোবাসা দিবসের প্রোগ্রাম সঞ্চালনা করব। এ ছাড়াও অচিরেই নতুন একটি শো শুরু হবে। এ রকম শো এর আগে দেশে হয়নি। শোটিতে চমক আছে। তিনি বলেন, কথায় আছে কষ্ট করলে তার ফল পাবেই।