ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

এবার পুলিশের হাতে হলেন আটক ওরি!

প্রকাশিত: ১৪:৪৪, ১৭ মার্চ ২০২৫; আপডেট: ১৪:৪৪, ১৭ মার্চ ২০২৫

এবার পুলিশের হাতে হলেন আটক ওরি!

ছবি: সংগৃহীত

ওরির জীবনযাত্রা নিয়ে নেটাপাড়ার বাসিন্দাদের মধ্যে উৎসাহের কোনো কমতি নেই। মাত্র তিন-চার বছরের মধ্যে নেটপ্রভাবী হিসেবে পরিচিতি পেয়েছেন ওরি, যার আসল নাম ওরহান অবত্রমানি। তিনি বলিউড তারকাদের ‘সুজন’ নামেও পরিচিত। আম্বানী পরিবারের বিয়ে থেকে শুরু করে বলিউডের যেকোনো উদযাপন, তার উপস্থিতি সেখানে এক প্রকার বাধ্যতামূলক। কিন্তু এমন একজন ওরিকে আটক করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। বৈষ্ণোদেবী মন্দিরের কাছে মদ্যপানের অভিযোগ ওঠেছে ওরি এবং তার সাত বন্ধুর বিরুদ্ধে।

ওরি সাতজন বন্ধু নিয়ে কাটরায় গিয়েছিলেন। সেখানকার কটেজ স্যুট এলাকায় মদ্যপান করছিলেন তারা। এই স্থানটি হিন্দু ধর্মের পবিত্র জায়গা হিসেবে গণ্য হওয়ায়, এখানে মদ্যপান ও আমিষ খাবার খাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে। তবে, সেই নিয়ম ভেঙে মদ্যপান করায় ওরি এবং তার বন্ধুরা অভিযুক্ত হন। কাটরা থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে, যেখানে ওরি এবং তার সাত বন্ধু—দর্শন সিংহ, পার্থ রায়না, ঋত্বিক সিংহ, রাশি দত্ত, রক্ষিতা ভোগল, শাগুন কোহলি এবং এক রাশিয়ান নাগরিক আরজামাস্কিনাকে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ লঙ্ঘন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ আনা হয়েছে।

রিয়াসি পুলিশ কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, কাটরার এসপি, ডেপুটি এসপি এবং এসএইচওর তত্ত্বাবধানে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। অভিযুক্তদের নোটিস পাঠানো হবে, যাতে তারা তদন্তে সহযোগিতা করে। এসএসপি রিয়াসি জানিয়েছেন, “ধর্মীয় স্থানে মদ্যপান বা মাদক সেবনের মতো কার্যকলাপে কেউ জড়িত হলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

শিহাব

×