ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

অস্কারের দরকার নেই, আমাদের জাতীয় পুরস্কারই যথেষ্টঃ কঙ্গনা রানাউত

প্রকাশিত: ০২:০০, ১৭ মার্চ ২০২৫

অস্কারের দরকার নেই, আমাদের জাতীয় পুরস্কারই যথেষ্টঃ কঙ্গনা রানাউত

ছবিঃ সংগৃহীত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের নতুন রাজনৈতিক ড্রামা "Emergency" সম্প্রতি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। সিনেমাটি ১৯৭৫ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ঘোষিত ২১ মাসব্যাপী জরুরি অবস্থার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। মুক্তির পর থেকেই এটি দর্শক ও চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে প্রশংসা পাচ্ছে।

একজন দর্শক সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন, "#EmergencyOnNetflix-কে ভারতের পক্ষ থেকে অস্কারে পাঠানো উচিত। কঙ্গনা, কী অসাধারণ একটি সিনেমা!"

তবে কঙ্গনা এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন এবং আমেরিকার অস্কার পুরস্কারকে তুচ্ছ করে বলেন, "কিন্তু আমেরিকা কখনোই নিজের আসল চেহারা স্বীকার করবে না—যেভাবে তারা উন্নয়নশীল দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করে, দমন করে এবং নিজেদের স্বার্থে ব্যবহার করে, সেটাই 'Emergency'-তে প্রকাশ করা হয়েছে। তারা তাদের হাস্যকর অস্কার নিজেরাই রাখুক, আমাদের জাতীয় পুরস্কার আছে!"

কঙ্গনার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই তার সাহসী অবস্থানকে সমর্থন করছেন, আবার কেউ কেউ একে বিতর্কিত মন্তব্য হিসেবেও দেখছেন।

সূত্রঃ টাইমস এন্টারটেইনমেন্ট

ইমরান

×