ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ছেলেরা ফোন নম্বর দিয়ে দৌড়ে পালাত: তিথি

প্রকাশিত: ০০:৪৪, ১৭ মার্চ ২০২৫

ছেলেরা ফোন নম্বর দিয়ে দৌড়ে পালাত: তিথি

ছবি: সংগৃহীত।

ছোট পর্দার পরিচিত মুখ ইফফাত আরা তিথি। দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করছেন, আর তার কাজের পরিধিই এনে দিয়েছে জনপ্রিয়তা ও সুনাম। সম্প্রতি, দেশের একটি জনপ্রিয় গণমাধ্যমের টকশোতে এসে তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু অভিজ্ঞতা শেয়ার করেন।

একপর্যায়ে তিথি বলেন, "ছেলেরা ফোন নাম্বার দিয়ে দৌড়ে পালাতো!" তিনি জানান, গার্লস স্কুলে পড়ার সময় প্রায়ই দেখতেন, স্কুলের বাইরে ছেলেপেলে দাঁড়িয়ে থাকতো। তিথির স্কুল ছিল তার বাসার খুব কাছেই, তাই প্রতিদিন হাঁটতে হাঁটতে বাড়ি ফিরতেন। তিনি বলেন, "আম্মুর সঙ্গে রিকশায় বসেছিলাম, হঠাৎ রিকশার পেছন দিক থেকে কেউ একজন হাত বাড়িয়ে একটা নাম্বার দিয়ে চলে গেল।"

শুধু স্কুল নয়, শপিং মলেও এমন অভিজ্ঞতা হয়েছিল তার। পরিবারের সঙ্গে থাকলেও বুঝতে পারতেন, কেউ একজন তাকে অনুসরণ করছে। তবে তিনি কিছু বলতেন না, কারণ কিছু বললে হয়তো তার মা তাকে বকা দিতেন।

তিথি আরও জানান, এসব নম্বর তিনি বাসায় গিয়ে তার বাবা-মাকে দিতেন, আর তার বাবা-মা মাঝেমধ্যে ওই নম্বরগুলোতে ফোন দিয়ে ভয় দেখাতেন। মজা করে বলেন, "আমার আব্বু ফোন দিয়ে বলতেন— 'তুমি কি জানো আমি কে? তুমি আমার মেয়েকে ফোন নম্বর দিয়েছো! আমি অমুক কমিশনার!'"

এছাড়াও, তার ক্যারিয়ার প্রসঙ্গে তিথি বলেন, "আমি যখন মেইনস্ট্রিমে কাজ শুরু করি, তখন থেকেই আলভির সঙ্গে আমার কাজের শুরু। অনেস্টলি স্পিকিং, ছোটবেলা থেকেই মিডিয়ার সঙ্গে যুক্ত থাকলেও অনেকের কাছ থেকে সেই সাপোর্টটা পাইনি। অনেকে আমাকে গাইড করেনি বা আমার ভুল ধরিয়ে দেয়নি। কিন্তু আলভি অনেক এফোর্ট দিয়েছে।"

পছন্দের নায়ক প্রসঙ্গে তিনি বলেন, "বলিউডে যদি বেছে নিতে হয়, তাহলে শাহরুখ খান ও আদিত্য রায় কাপুরের নাম বলবো।"

ভালোবাসার গল্পে অভিনয় করতে ভালো লাগে জানিয়ে তিনি বলেন, "এখন খুব ভালো ভালো গল্পে কাজ হচ্ছে, নতুন নতুন প্রতিভাবান শিল্পীরা আসছেন, যা ইন্ডাস্ট্রিকে আরও সুন্দর করছে।"      

নুসরাত

×