
ছবি: সংগৃহীত।
ঈদ মানেই নতুন পোশাক, আনন্দ আর স্টাইলের ছোঁয়া! জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান সবসময় তার স্টাইলিশ ও দৃষ্টিনন্দন ফ্যাশন সেন্সের জন্য আলোচনায় থাকেন। এবার ঈদ ২০২৫-এ, তার কিছু নজরকাড়া সালওয়ার কামিজ লুক দেখে নিন।
ফুলের সৌন্দর্য
কালো রঙের সুন্দর ছাপা লন সালওয়ার কামিজে মাহিরা দারুণ লাগছে।
চিরন্তন আভিজাত্য
সুবজ নকশার চিকন এমব্রয়ডারি করা হালকা নীল কামিজে তিনি অনন্য লুক দিচ্ছেন।
রাজকীয় শোভা
গভীর নীল রঙের ডিজাইনার প্রিন্টেড কামিজে মাহিরা নজরকাড়া ফেস্টিভ লুক এনেছেন।
বোহা গ্ল্যামার
গোত্রীয় নকশার হালকা ওড়ানো কালো কামিজে তিনি ক্যাজুয়াল অথচ স্টাইলিশ লুক এনেছেন।
নুসরাত