ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

শাড়িতে অপরূপ বিদ্যা সিনহা মিম

প্রকাশিত: ২৩:৪৬, ১৬ মার্চ ২০২৫

শাড়িতে অপরূপ বিদ্যা সিনহা মিম

ছবি: সংগৃহীত

আলোচিত ও লাস্যময়ী চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বাংলার সেরা সুন্দরীদের মধ্যে যেন তার নাম খচিত করেছেন তিনি। 

সম্প্রতি নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন মিম। সেখানে শাড়ি পরিহিত অপরূপ রূপে দেখা যায় বিদ্যা সিনহা মিমকে। 

ফেসবুকে বেশ সক্রিয় দেখা যায় মিমকে। প্রায়ই বিভিন্ন রকমের পোস্ট শেয়ার করে ভক্তদের নিজের অবস্থান জানান দেন তিনি। 

সম্প্রতি নিজের ফেসবুকে একটি ভিডিও আপলোড করেছেন তিনি। যেখানে দেখা যায় গোলাপি শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজে হাস্যজ্জল মিমকে।

এছাড়াও সেখানে দেখা যায়, গোল্ডেন গহনায় নিজেকে ফুটিয়ে তুলেছেন তিনি। দেখা যায় গলায় ভারী গহনা এবং হাত ভর্তি চুরি, দুই হাতে আকর্ষণীয় আংটি  আর কানে মাঝারি সাইজের দুল। কপালে ছোট্ট একটি টিপ তার রূপ যেন আরো বাড়িয়ে দিয়েছে। 

প্রসঙ্গত, বিদ্যা সিনহা সাহা মিম একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। তিনি ২০০৭ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম-স্থান লাভ করেছিলেন। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে।

শিলা ইসলাম

×