
ছবি: সংগৃহীত
জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান মনে করেন, সৌন্দর্য ও ব্যক্তিগত পরিচর্যা নিয়ে এখন সবাই সচেতন। সময় বদলেছে, বদলেছে মানুষের চিন্তাভাবনাও। এখন শুধুমাত্র মেয়েরাই নয়, ছেলেরাও নিজেদের যত্ন নিতে আগ্রহী।
শাকিব খান বলেন, "শুধু মেয়েরাই সাজবে, মেয়েরাই যত্নবান হবে—এ ধারণা বদলে গেছে। এখন সবাই ১০০% অথেন্টিক পণ্য ব্যবহার করতে চায়। এই কারণে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। প্রত্যেকেই চায় নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে।"
তিনি আরও বলেন, "স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, লিপ কেয়ারসহ নিজেকে যত্ন নেওয়ার প্রবণতা এখন শুধু মেয়েদের মধ্যে সীমাবদ্ধ নেই। ছেলেরাও এখন নিজেদের পরিচর্যা করে। আগে ভাবা হতো শুধু মেয়েরাই সাজবে, কিন্তু এখন ছেলেরাও নিজেদের যত্ন নেয়।"
শাকিবের মতে, পরিবর্তিত এই বাস্তবতায় সবাই নিজ নিজ জায়গায় হিরো হিসেবে নিজেকে ফিল করছে এবং আরও বেশি সচেতন হয়ে উঠছে।
শিলা ইসলাম