ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

আমাকে বলতো তুমি ওখানে কেন: পূর্ণিমা

প্রকাশিত: ২১:০০, ১৬ মার্চ ২০২৫

আমাকে বলতো তুমি ওখানে কেন: পূর্ণিমা

ছবি: সংগৃহীত

নিজের অতীত জীবন নিয়ে কথা বলতে গিয়ে নায়িকা পূর্ণিমা বলেন, আমি মোটেও সিরিয়াস না। সিরিয়াস হলে আমি আরও বেশি আওয়ার্ড পেতাম । 

৩ প্রজন্মের নায়িকা পূর্ণিমা। বর্তমান প্রজন্মের ক্রাস হিসেবেও পরিচিত তিনি। সম্প্রতি ক্যামেরার সামনে নিজের অতীত জীবনের কিছু কথা তুলে ধরলেন। আর সেখানেই বললেন এই কথা। 

তিনি বলেন, আমি ব্যাকবেঞ্চার ছিলাম। আমি সব সময় চাইতাম নজরে যাতে না পড়ি। 

এরপর তিনি বলেন, আমি সব সময় পেছনে বসতাম তারপরেও টিচাররা  আমাকে বলতো তুমি ওখানে কেন।

এছাড়াও তিনি বলেন, টিচাররা আমাকে বলতো তুমি সামনে বসবে তোমার মাথা ভালো। বাকিদের সাথে মিশে তুমি নষ্ট হয়ে যাচ্ছ।

শিলা ইসলাম

×