ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

‘জ্বীন-৩’র ‘কন্যা’ আসছে আগামীকাল, গানটি সবার জন্য উন্মুক্ত!

প্রকাশিত: ২০:৪৩, ১৬ মার্চ ২০২৫

‘জ্বীন-৩’র ‘কন্যা’ আসছে আগামীকাল, গানটি সবার জন্য উন্মুক্ত!

ছবি: সংগৃহীত।

আগামীকাল সোমবার মুক্তি পেতে যাচ্ছে প্রতীক্ষিত সিনেমা ‘জ্বীন-৩’-এর গান ‘কন্যা’। গানটি প্রকাশ করা হবে জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘জাজ মাল্টিমিডিয়া’সহ ফেসবুক পেজে। এছাড়াও সজল, ফারিয়া, ইমরান, কনা, জীবনসহ আরও অনেক তারকার ব্যক্তিগত ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং টিকটকে গানটি পাওয়া যাবে।

প্রযোজনা সংস্থার দাবি, ‘কন্যা’ এমন একটি গান, যা যেকোনো বাঙালি উৎসবে জায়গা করে নেবে। এটি ঈদ, ফাল্গুন, বৈশাখ, গায়ে হলুদ, বিয়ে কিংবা যে কোনো পারিবারিক বা পাবলিক অনুষ্ঠানে গাওয়া, বাজানো ও নাচার মতো এক অনন্য সৃষ্টিতে পরিণত হবে। তাই এই গান শুধুমাত্র নির্মাতাদের নয়, বরং সকল বাংলা ভাষাভাষী মানুষের জন্য উপহার হিসেবে প্রকাশ করা হচ্ছে।

গানটির ব্যবহারের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ রাখা হয়নি। যে কেউ যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন এবং নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। সাধারণ দর্শক থেকে শুরু করে টিভি চ্যানেল ও বিশ্বব্যাপী যে কেউ এটি ব্যবহার করতে পারবেন।

এছাড়া যারা ভালো কোয়ালিটির ভিডিও আপ করতে চান, তাদের জন্য একটি বিশেষ সুবিধা রাখা হয়েছে। গানের ভিডিওটি গুগল ড্রাইভের মাধ্যমে ডাউনলোডের সুযোগ দেওয়া হবে, যাতে দর্শকরা সেরা মানের ভিডিও পেতে পারেন।

সকল প্রস্তুতি শেষ। সব ঠিক থাকলে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই প্রকাশ পেতে চলেছে ‘জ্বীন-৩’ সিনেমার এই বিশেষ গান ‘কন্যা’। অপেক্ষা শেষ, সেজেগুজে প্রস্তুত থাকুন, কারণ ‘কন্যা’ আসছে আপনার সামনে!

নুসরাত

×