ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ভারতে আগে কখনো এত নিরাপদ অনুভব করিনি: জন আব্রাহাম

প্রকাশিত: ২০:৩৫, ১৬ মার্চ ২০২৫

ভারতে আগে কখনো এত নিরাপদ অনুভব করিনি: জন আব্রাহাম

ছবি: সংগৃহীত।

জন আব্রাহাম সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি ভারতে খুব নিরাপদ বোধ করেন এবং দেশের প্রতি গর্ব অনুভব করেন। "ভারতে সংখ্যালঘুরা নিরাপদ নয়"—এই ধারণাকে তিনি স্পষ্টভাবে নাকচ করেছেন।

সংখ্যালঘু হওয়া নিয়ে জনের মন্তব্য

টাইমস নাও-এর সাংবাদিক নভিকা কুমারের সঙ্গে কথা বলার সময় জনকে জিজ্ঞাসা করা হয়েছিল, ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা নিয়ে চলা বিতর্ক নিয়ে তার মতামত কী?

জবাবে তিনি বলেন, "আমি একজন অভিনেতা, তাই অনেকে বলতে পারেন যে আমার অভিজ্ঞতা আলাদা। কিন্তু আমি একজন সংখ্যালঘু। আমার মা পার্সি, বাবা সিরিয়ান খ্রিস্টান। তবুও, আমি আমার দেশে কখনো এত নিরাপদ অনুভব করিনি।"

তিনি আরও বলেন, "আমি আমার দেশকে ভালোবাসি এবং এখানে নিজেকে নিরাপদ মনে করি। যারা বিপদের কথা বলে, আমি তার জীবন্ত উদাহরণ যে তা সত্য নয়। হয়তো আমি এমন এক সংখ্যালঘু গোষ্ঠী থেকে আসি যাদের নিয়ে কারও সমস্যা নেই। পার্সিদের কারও সমস্যা আছে বলে তো শুনিনি! আমি একজন গর্বিত ভারতীয় এবং সবসময় ভারতের পতাকা বয়ে বেড়াই।"

নতুন সিনেমায় ফিরলেন জন
জন আব্রাহাম তার নতুন সিনেমা 'দ্য ডিপ্লোম্যাট'-এ ফিরেছেন, যা বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি। ছবিটি পরিচালনা করেছেন শিবম নায়ার এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া খতিব।

'দ্য ডিপ্লোম্যাট' ছবির গল্প ভারতীয় নাগরিক উজমা আহমাদের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত, যাকে ২০১৭ সালে পাকিস্তানে ফাঁদে ফেলে বন্দি করা হয়েছিল। তাকে জোরপূর্বক বিয়ে করানো হয় এবং শারীরিক নির্যাতনও করা হয়। জন আব্রাহাম ছবিতে জেপি সিং নামের এক কূটনীতিকের চরিত্রে অভিনয় করেছেন, যিনি উজমাকে উদ্ধার করেন। সিনেমাটি শুক্রবার মুক্তি পেয়েছে।

নুসরাত

×