
ঈদ উৎসবে দর্শককে মনের মতো একটি গল্পের নাটক উপহার দিতে যাচ্ছেন এই সময়ের অন্যতম মেধাবী নাট্যকার ও নাট্যনির্মাতা মহিন খান। ইউটিউব চ্যানেল নাফ (নিলয় আলমগীর ফিল্মস) এন্টারটেইনমেন্টে আগামী ঈদে প্রচারের জন্য নির্মাণ করেছেন নাটক ‘একান্নবর্তী’। নাটকটিতে অভিনয় করেছেন জীবন্ত কিংবদন্তি অভিনয়শিল্পী দিলারা জামান, তারিক আনাম খান, মাসুম বাশার, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, মনিরা মিঠু, নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ। দিলারা জামান বলেন, একান্নবর্তী পরিবার বলতে এখন কিছুই নেই।
তারপরও এই ধরনের গল্প নিয়ে নাটক নির্মিত হলে আমরা হারানো ঐতিহ্য ফিরেও পেতে পারি। তারিক আনাম খান বলেন, সত্যিকার অর্থে মহিন দর্শকের পালসটা বেশ ভালো বুঝে। যে কারণে আমাদের সংস্কৃতির নিজস্ব কিছু যে গল্প থাকে তাই নিয়ে সে কাজ করার চেষ্টা করে। এটা অনুপ্রেরণা দেবারই মতো। মাসুম বাশার বলেন, মহিনের কাজ মানেই জানান কথা একটি ভালো স্ক্রিপ্ট, একটি পরিবারের গল্প থাকবে। চিত্রলেখা গুহ বলেন, সম্পর্কের নিয়মিত চর্চা থাকলে যে পরিবারও টিকে থাকে এই নাটকই তার দৃষ্টান্ত। সাবেরী আলম বলেন, মহিনের কাজ মানেই হলো একটি ভালো টিমের সঙ্গে যুক্ত হয়ে মন দিয়ে কাজ করার আনন্দ। মনিরা মিঠু বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সবাইকে নিয়ে কাজ করা যেখানে কঠিন সেই কঠিন কাজটাই মহিন করে। সবার মধ্যে যখন আমি থাকি তখন আমি ভীষণ আনন্দ নিয়ে কাজ করি। নিলয় বলেন, আমার পরম সৌভাগ্য যে এত এত কিংবদন্তি শিল্পীদের সঙ্গে আমি একই নাটকে কাজ করতে পেরেছি। হিমি বলেন, আমার কাছে মনে হয় আমরা সবাই একটি পরিবারের।