ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

সালমান খানের ধাক্কায় কাচের দেয়ালে আঘাত, রক্তে ভেসে গেল মুখ; ক্ষমা না চেয়েই চলে গেলেন!

প্রকাশিত: ১২:২২, ১৬ মার্চ ২০২৫; আপডেট: ১২:২২, ১৬ মার্চ ২০২৫

সালমান খানের ধাক্কায় কাচের দেয়ালে আঘাত, রক্তে ভেসে গেল মুখ; ক্ষমা না চেয়েই চলে গেলেন!

বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে সহঅভিনেতা আদি ইরানি এক বিস্ময়কর স্মৃতি শেয়ার করেছেন। ‘চোরি চোরি চুপকে চুপকে’ সিনেমার শুটিংয়ের সময় সালমান খান তাকে কাচের দেয়ালের দিকে ছুড়ে মারেন, যার ফলে তার মুখ কেটে যায় এবং রক্ত ঝরতে থাকে।

সম্প্রতি ফিল্মিমন্ত্র মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আদি ইরানি বলেন, “চোরি চোরি চুপকে চুপকে সিনেমার শুটিং চলাকালীন সালমান আমাকে কাচের ফ্রেমে ছুড়ে মারেন। আমার মুখে কাচের টুকরো ঢুকে যায়, রক্ত ঝরছিল চারপাশে। পরিস্থিতি ছিল ভয়াবহ।”

আদি ইরানি জানান, ঘটনাটির পর সালমান প্রথমে ক্ষমা চাননি এবং শুটিং সেট ছেড়ে চলে যান। তবে পরদিন তিনি আদিকে নিজের কক্ষে ডাকেন এবং দুঃখ প্রকাশ করেন, কারণ বিষয়টি নিয়ে তিনি নিজেই অপরাধবোধে ভুগছিলেন।

উল্লেখ্য, ‘চোরি চোরি চুপকে চুপকে’ সিনেমায় সালমান খানের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন আদি ইরানি। এছাড়া, শাহরুখ খান অভিনীত ‘বাজিগর’ সিনেমায় ভিকি মালহোত্রার চরিত্রে অভিনয়ের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। শুটিং চলাকালীন গুরুতর আহত হওয়া সত্ত্বেও তিনি কাজ চালিয়ে যান, কারণ তখন শুটিং বন্ধ হয়ে গেলে প্রযোজকের বড় ধরনের ক্ষতি হতো।

রাজু

×