ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

সালমান খানকে ভুল বোঝানো হয়, তিনি আমাকে ছাড়তে চাননি: সানভি

প্রকাশিত: ০৮:৩২, ১৬ মার্চ ২০২৫

সালমান খানকে ভুল বোঝানো হয়, তিনি আমাকে ছাড়তে চাননি: সানভি

বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করেছেন কিচ্চা সুদীপের মেয়ে সানভি সুদীপ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, ২০১৯ সালে 'দাবাং ৩' সিনেমার শুটিং চলাকালীন সালমান তাকে তার ফার্মহাউজে তিনদিন কাটানোর আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তিনি এতটাই আপন করে নিয়েছিলেন যে, তার বাবা-মায়ের উপস্থিতি নিয়ে কোনো মাথাব্যথা ছিল না।

সানভি বলেন, তখন তার বয়স ছিল ১৪ বছর এবং সালমান খানের ব্যক্তিত্ব তাকে অভিভূত করেছিল। তিনি আরও জানান, ছোটবেলায় তিনি সালমানের জন্য একটি ব্রেসলেট তৈরি করেছিলেন, যা সালমান 'বিগ বস' অনুষ্ঠানে পরেছিলেন। তাই যখন তিনি 'দাবাং ৩' সিনেমার শুটিং সেটে সালমানের সঙ্গে দেখা করেন, তখন সালমান তাকে চিনতে পারেন।

সাক্ষাৎকারে সানভি বলেন, শুটিং শেষে তার বাবা তাকে মুম্বাই নিয়ে যান এবং সালমানের বাড়িতে নৈশভোজের জন্য আমন্ত্রণ পান, যা তার জন্য সম্পূর্ণ চমকপ্রদ ছিল। তিনি বলেন, "আমি সালমান স্যারের সামনে দাঁড়িয়ে অবাক হয়ে গিয়েছিলাম। তার উপস্থিতি এতটাই শক্তিশালী যে আমি কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলাম।"

সালমান খানের প্রতি তার ভালোবাসার কথা জানিয়ে সানভি বলেন, "সেদিন তিনি আমার প্রতি এতটাই স্নেহশীল হয়ে উঠেছিলেন যে আমাকে গান গাইতে বলেন। আমি গান গাওয়ার পর তিনি রাত ৩টায় তার সংগীত পরিচালকদের ডেকে পাঠান এবং বলেন, ‘এই মেয়েটিকে রেকর্ড করো, ভবিষ্যতে কাজে লাগতে পারে।’"

তিনি আরও বলেন, সালমান তাকে তার ফার্মহাউজে আমন্ত্রণ জানান এবং সেখানকার তিনদিন ছিল তার জীবনের অন্যতম সেরা সময়। তিনি বলেন, "সকাল থেকে রাত পর্যন্ত আমি তার সঙ্গে থাকতাম। তিনি আমাকে ছাড়তে চাইতেন না। তিনি আমাকে জিমে নিয়ে যেতেন, সুইমিং করাতেন, এমনকি আমাকে তার মনস্টার ট্রাকের মতো বিশাল গাড়িতে বসিয়ে বনে ঘুরিয়ে নিয়ে যেতেন। সত্যিই এটি আমার জীবনের অন্যতম স্মরণীয় সময়।"

সালমান খানকে 'ভুল বোঝা মানুষ' হিসেবে উল্লেখ করে সানভি বলেন, "তিনি আমাকে প্রচুর আদর করেছেন এবং আমার প্রতি দারুণ যত্নশীল ছিলেন। আমি সত্যিই তাকে একজন দারুণ ব্যক্তি মনে করি।"

রাজু

×