ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ভারতে সংখ্যালঘুদের নিয়ে আব্রাহামের মন্তব্য, তারা নিরাপদেই আছেন

প্রকাশিত: ০৮:১৭, ১৬ মার্চ ২০২৫

ভারতে সংখ্যালঘুদের নিয়ে আব্রাহামের মন্তব্য, তারা নিরাপদেই আছেন

ভারতে সংখ্যালঘুদের অবস্থান নিয়ে নানা খবর সংবাদের শিরোনাম হয়। দেশটিতে প্রায়সময়ই সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়। যা নিয়ে বিশ্ব মিডিয়াতেও আলোচনা হয়
এবার সংখ্যালঘু প্রসঙ্গে মুখ খুললেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। তিনিও ভারতে সংখ্যালঘুদের একজন। 
জনের বাবা সিরিয়ার খ্রিষ্টান, মা জরথ্রুস্টপন্থী বা অগ্নিউপাসক পারসি। অভিনেতা মনে করেন, ভারতে সংখ্যালঘুরা নিরাপদেই আছেন। 
শুধু তাই নয়, জনের বক্তব্যে মতে- ভারতেই তিনি সবচেয়ে বেশি নিরাপদ বোধ করেন।
এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জন বলেছেন, “আমি একজন অভিনেতা। তাই লোকে হয়তো বলবে, অভিনেতা বলেই আমি নিরাপদ বোধ করি। অভিনয় ছাড়াও অন্য কারণও থাকে, যার জন্য মানুষ পছন্দ বা অপছন্দ করে। আমি তো সংখ্যালঘু। কিন্তু আমি অন্য কোথাও এর চেয়ে নিরাপদ বোধ করিনি।”


জন নিজের ধর্ম নিয়ে বলেছেন, “আমি আমার দেশকে ভালোবাসি। আমি এখানে নিরাপদ বোধ করি। সংখ্যালঘুরা যে এখানে নিরাপদ, তার জীবন্ত উদাহরণ আমি। সম্ভবত আমি যে সংখ্যালঘু গোষ্ঠীর মানুষ, তাদের সঙ্গে কারও কোনও সমস্যা নেই। পার্সিদের সঙ্গে আর কাদেরই বা সমস্যা হবে!” 

অভিনেতা জানিয়েছেন, কোথাও গেলেই নিজের সঙ্গে ভারতের জাতীয় পতাকা রাখতে ইচ্ছে করে তার। তিনি বলেছেন, “আমি ভারতীয় বলে গর্ববোধ করি। আমার চেয়ে ভারতীয় বোধহয় আর কেউ নেই।”

সাজিদ

×