ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

আমি নিজেকে অনেক পরিবর্তন করেছি, সামনে আরো পরিবর্তন করব: লুবাবা

প্রকাশিত: ০১:১৪, ১৬ মার্চ ২০২৫

আমি নিজেকে অনেক পরিবর্তন করেছি, সামনে আরো পরিবর্তন করব: লুবাবা

ছবি: সংগৃহীত।

শিশু শিল্পী লুবাবা আবারও আলোচনায়। বেশ কিছুদিন ধরে তার পোশাকের পরিবর্তন নিয়ে নানান মন্তব্য এবং ট্রল হচ্ছে। হঠাৎ করেই তার পোশাক পরিচ্ছদে ব্যাপক পরিবর্তন দেখা গেছে। যেখানে কিছু মানুষ তার নতুন স্টাইলকে ইতিবাচক দৃষ্টিতে নিয়েছেন, সেখানে অনেকে আবার তাকে নিয়ে খারাপ মন্তব্য করছে।

এ বিষয়ে একটি ভিডিওতে লুবাবা নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেন, "আপনারা যারা আমাকে অনেক দিন ধরে ফলো করেন বা চেনেন, তারা জানেন আমি আগে কেমন ধরনের পোশাক পরতাম। কিন্তু এখন আমি অনেক ভালো হচ্ছি। একজন নারীকে ঢেকে রাখলে যে আরও কত সুন্দর লাগে, সেটা আমরা এই জেনারেশনে বুঝি না। আমরা ভাবি, ফ্যাশন করলে খোলামেলা জামা কাপড় পরলে আকর্ষণীয় হওয়া যায়।"

লুবাবার এই মন্তব্যে সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে তার পরিবর্তিত পোশাকের প্রশংসা করছেন, আবার কেউ কেউ তার নতুন স্টাইল নিয়ে ট্রল করছেন। তবে, তার এই ভিডিওতে স্পষ্টতই একটি বার্তা রয়েছে—আত্মবিশ্বাস এবং নিজের পরিবর্তনকে গ্রহণ করার বিষয়টি।

নুসরাত

×