ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

নির্বাচন সবার আগে ব্যান করা উচিত: সালমান মুক্তাদির

প্রকাশিত: ২১:৪২, ১৫ মার্চ ২০২৫

নির্বাচন সবার আগে ব্যান করা উচিত: সালমান মুক্তাদির

ছবি: সংগৃহীত।

জনপ্রিয় ইউটিউবার এবং আলোচিত তরুণ সালমান মুক্তাদির সম্প্রতি একটি টকশোতে নির্বাচনের আগে সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মন্তব্য করেছেন। তিনি বলেন, "নির্বাচন সবার আগে ব্যান করা উচিত।"

টকশোতে উপস্থাপক সালমান মুক্তাদিরকে প্রশ্ন করেন, "সংস্কার আগে নাকি নির্বাচন আগে হওয়া উচিত?" জবাবে সালমান মুক্তাদির বলেন, "নির্বাচনের আগে দেশে সুরক্ষা এবং ন্যূনতম নিরাপত্তা থাকা জরুরি। বর্তমান পরিস্থিতিতে শিশু, নারী, পুরুষ নির্বিশেষে সবাই অনিরাপদ। আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। তাহলে কীভাবে আমরা নির্বাচন নিয়ে ভাবতে পারি? আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারপর নির্বাচন নিয়ে ভাবা উচিত।"

তিনি আরও বলেন, "রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ আমি জানি, রাজনীতিতে ঢুকলে আমি নিজেই দুর্নীতিগ্রস্ত হয়ে যাব।"

সাম্প্রতিক সময়ে নতুন রাজনৈতিক দলগুলোর উত্থান নিয়ে তিনি বলেন, "নতুন রাজনৈতিক দল আসুক, এতে কোনো সমস্যা নেই। কিন্তু তারা যদি সংস্কার ছাড়া ক্ষমতার জন্য কাজ করে, তাহলে কোনো উন্নতি হবে না।"

তিনি আরও ইঙ্গিত দেন, "বর্তমান সরকার কিংবা বিরোধী দল—সবাই নিজেদের স্বার্থে রাজনীতি করছে। জনগণের প্রকৃত কল্যাণে কেউ কাজ করছে কি না, সেটাই প্রশ্ন।"

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হতাম, তাহলে প্রথম দিনেই ফেল করতাম! কারণ আমার সেই অভিজ্ঞতা নেই, তথ্য নেই, ক্ষমতা নেই। একটি দেশের নিরাপত্তা ব্যবস্থাকে সংস্কার করতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও অভিজ্ঞতা দরকার।"

সালমান মুক্তাদিরের এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার বক্তব্যকে বাস্তবসম্মত মনে করছেন, আবার কেউ বলছেন, এটি দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। তবে এক বিষয়ে সবাই একমত—বাংলাদেশের রাজনীতিতে সংস্কার জরুরি।

সূত্র: https://www.youtube.com/watch?v=bwGyk9kjgw0&ab_channel=GlobalTVNews

নুসরাত

×