
ছবি: সংগৃহীত।
২০০০-এর দশকের শুরুতে বলিউডে প্রেম ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন ঐশ্বরিয়া রাই, সালমান খান ও বিবেক ওবেরয়। ঐশ্বরিয়া ও সালমানের সম্পর্কের সমাপ্তি এবং পরে বিবেকের সঙ্গে তার ঘনিষ্ঠতা ব্যাপক আলোচনার জন্ম দেয়। এতে সালমানের সঙ্গে বিবেকের প্রকাশ্য দ্বন্দ্বও তৈরি হয়, যা তার ক্যারিয়ারে প্রভাব ফেলে।
কয়েক বছর পর, বিবেক তার অতীত নিয়ে খোলামেলা কথা বলেছেন। ইউটিউবের এক সাক্ষাৎকারে তিনি জানান, ব্রেকআপের পর মানসিকভাবে কঠিন সময় পার করলেও, এখন তিনি শান্ত ও ইতিবাচক জীবনযাপন করছেন।
সালমান সম্পর্কে জানতে চাইলে তিনি শান্তভাবে বলেন, "ঈশ্বর ওনার মঙ্গল করুন।" ঐশ্বরিয়া সম্পর্কেও একই কথা বলেন। তবে অভিষেক বচ্চন সম্পর্কে তিনি বলেন, "অভিষেক খুব ভালো মানুষ।"
ব্রেকআপ নিয়ে কথা বলতে গিয়ে বিবেক বলেন, "আপনার ব্যক্তিগত কষ্ট বিশ্বজুড়ে খবর হয়ে যায়। তবে এগিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।" তিনি ব্যাখ্যা করেন, কষ্ট যত দীর্ঘ সময় ধরে রাখা হয়, তা তত বেশি বৃদ্ধি পায়।
তিনি আরও বলেন, "অনেক সময় আমরা এমন সম্পর্কে জড়িয়ে পড়ি যেখানে আমাদের মূল্য দেওয়া হয় না। কারণ, আমরা নিজেদের মূল্য বুঝতে পারি না।"
নিজের অতীত জীবন নিয়ে ভাবতে গিয়ে বিবেক বলেন, "আমি হয়তো প্লাস্টিকের মতো এক অপ্রাকৃত মানুষ হয়ে যেতাম, প্লাস্টিকের হাসি হাসা লোকদের মধ্যে।"
তিনি জানান, এখন ট্রোল বা সমালোচনা তাকে প্রভাবিত করে না। "আমি জানি আমার জীবনের উদ্দেশ্য কী এবং আমার জন্য কী গুরুত্বপূর্ণ," বলেন তিনি।
বিবেক ওবেরয়ের এই যাত্রা প্রমাণ করে যে, কঠিন সময় পার করেও একজন মানুষ মানসিক পরিপক্বতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি অর্জন করতে পারেন।
নুসরাত