ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

স্ত্রীর পাশে কেন রংহীন ফাহাদ?

সংস্কৃতি ডেস্ক 

প্রকাশিত: ১৯:০৬, ১৫ মার্চ ২০২৫

স্ত্রীর পাশে কেন রংহীন ফাহাদ?

ছবি: সংগৃহীত

দোলের উদযাপন বলিউড বরাবরই ভীষণ জাঁকজমক করে। এ বছরও তার অন্যথা হয়নি। কিন্তু রঙিন দিনেও কটাক্ষের শিকার হলেন দুই অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং স্বরা ভাস্কর। কারণ একটাই, দু’জনের স্বামী-ই রং খেলেননি। আর সেটা নিয়েই একটানা চর্চা হয়ে চলেছে। সোনাক্ষীর স্বামী জাহির খানের মতোই শুক্রবার রং মাখেননি স্বরার স্বামী ফাহাদ আহমেদ। নিজে রং না খেললেও এমন দিনে স্ত্রী-কন্যার সঙ্গেই ছিলেন। তিনজনে ছবিও তুলেছেন। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু চর্চা। স্বরা এবং তাঁদের শিশুকন্যার মুখে রং থাকলেও, ফাহাদ রংহীন ছিলেন। এই চর্চায় ধর্মকে টেনে আনা হয়েছে ফের। প্রশ্ন উঠেছে, ভিন ধর্মের বলেই কি ফাহাদ রং খেললেন না?

রমজান মাস চলছে। রোজা রাখার কারণে দোল খেলেননি সোনাক্ষীর স্বামী জাহির। সম্ভবত ফাহাদও ওই একই কারণবশত রং মাখেননি। তবে স্ত্রী-কন্যা রং মাখলেও, কেন ফাহাদ রং ছোঁয়ালেন না? স্বরার পোস্ট করা ছবির নীচে অনেকেই সেটা জানতে চেয়েছেন। স্বরা অবশ্য যথাযত উত্তর দিয়েছেন। কড়া ভাষায় স্বরা লিখেছেন, উৎসবে অংশ নেওয়ার জন্য কাউকে জোর করা ঠিক নয়।

কেউ যদি মন থেকে চান, তবেই সে উদযাপন করতে পারেন। এটাই আমাদের ঐতিহ্য। শুধু স্বরা নয়, জবাব দিয়েছেন সোনাক্ষীও। তবে সোনাক্ষী সরাসরি কিছু বলেননি। সোনাক্ষী দোলের শুভেচ্ছাবার্তা দিয়ে বলেন, ভীষণ ভালো থাকুন সকলে। আমি এই মুহূর্তে মুম্বইয়ে নেই। শুটিংয়ের কারণে অন্যত্র আছি। জাহির আমার সঙ্গে নেই।

গৌতম/শহীদ

×