
ছবি: সংগৃহীত
এবার ঈদে মুক্তি প্রতিক্ষিত সিনেমা ‘বরবাদ’। এর কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ নায়ক ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সিনেমার প্রথম গান ‘দ্বিধা’ প্রকাশ হয়েছে। হিট সিনেমা ‘প্রিয়তমা’ জুটি শাকিব খান ও ইধিকা পালকে পাওয়া গেছে এই গানে।
রিয়েল এনার্জি প্রোডাকশন ও প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়া গানের ভিডিওতে দেখা গেছে, একটি অফিসে দলবল নিয়ে হাজির হয়েছেন শাকিব, সেখানে ইধিকাকে প্রথম দেখায় কল্পনার রাজ্যে চলে যান নায়ক। কল্পনা থেকে বাস্তব জগতে ফিরেও চোখের সামনে ইধিকাকে দেখতে পান শাকিব। ইধিকাকে খুশি করতে শাকিবের নানা ধরনের কর্মকাণ্ড উঠে এসেছে গানটিতে।
ইনামুল তাহসীনের লেখা ‘কখনো রোদ তুমি, কখনো জোছনা/ তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না’ কথায় গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান। গানের প্রংশসাও এসেছে দর্শকের কাছ থেকে। গেল বছর মুক্তি পাওয়া ‘তুফান’ সিনেমাতেও প্রীতমের কণ্ঠে শাকিবের গান সাড়া ফেলেছিল। অ্যাকশন ধাঁচের ‘বরবাদ’ সিনেমা পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হয়েছিল গত বছরের অক্টোবরের শেষ নাগাদ। মুম্বাই এবং কলকাতায় হয়েছে শুটিং। মেহেদী হাসনা হৃদয়ের সিনেমা পরিচালনায় অভিষেক হতে চলেছে ‘বরবাদ’ দিয়ে।
তিনি বলেন, দর্শক এর আগে অনেক অ্যাকশন সিনেমা দেখেছেন। কিন্তু যা হতে চলেছে, সেই ধরনের অ্যাকশন দেখেননি। প্রযোজকদের কাছে যা চেয়েছি, তারা কিছুতে না করেননি। শাকিব ও ইধিকা ছাড়াও অভিনয় করেছেন কলকাতার যিশু সেনগুপ্ত। এছাড়াও আছেন বর্ষীয়ান অভিনেতা মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম ও মানব সচদেব। সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।
গৌতম/শহীদ