ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

মুখ খুললেন জাস্টিন বিবার

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৫:১৬, ১৫ মার্চ ২০২৫

মুখ খুললেন জাস্টিন বিবার

ছবি: সংগৃহীত

মার্কিন পপ তারকা জাস্টিন বিবার। যাকে নিয়ে তার ভক্তদের আগ্রহের কমতি নেই। সম্প্রতি তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেই ছবি দেখে ভক্তরাও আঁতকে উঠেছেন।  

এই গায়কের চেহারার হঠাৎ পরিবর্তন ভাবাচ্ছে তার ভক্তদের। নিউইয়র্কে গত সপ্তাহে একাধিকবার দেখা মিলেছে জাস্টিন বিবারের। প্রতিবারে বিবারকে দেখা মিলেছে ভিন্নভাবে। ক্লান্ত আর সাদামাটা অবস্থায় দেখা গেছে।  যেনো গভীর অন্ধকারে ডুব দিয়েছেন এই পপ তারকা।

জানা যায়, নিউইয়র্কের রাস্তায় জাস্টিন বিবারকে দেখে তার ভক্তরা অবাক হয়েছে। গায়কের চেহারার গড়নে অনেক পরিবর্তন এসেছে। তার চেহেরা অনেকটা লম্বাটে ধরনের হয়েছে। সেই সঙ্গে চোয়াল ভেঙে দিয়েছে। কমে গেছে গায়কের মাথার চুলও। গভীর অন্ধকারে ডুব দিয়েছেন এই পপ তারকা। অনেকে তো দাবি করে বসছেন, নেশায় আসক্ত হয়ে গেছেন এই সংগীত তারকা। তবে এত আলোচনা-বিতর্কের পরও চুপ ছিলেন বিবার।

৩১ বছর বয়সী পপ তারকা গেল বৃহস্পতিবার একটি ব্যক্তিগত পোস্ট শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন। সেখানে তিনি নিজেকে প্রতারক ও অযোগ্য বলে দাবি করেছেন। তার এই পোস্ট দেখে ভক্তদের উদ্বেগ বেড়ে গেছে আরও। বিবার তার পোস্টে তার দ্রুত উত্থান নিয়ে বলেছেন, মাত্র ১৫ বছর বয়সে শুরু হয় তার পথচলা। তিনি লিখেছেন, মানুষ আমাকে সবসময় যোগ্য ভেবেছে। কিন্তু ব্যক্তিগতভাবে সবসময় আমার মনে হয়েছে আমি অযোগ্য, প্রতারক।

বিবার আরও বলেন, যদি আপনিও নিজেকে প্রতারক অনুভব করেন তাহলে আমাদের ক্লাবে স্বাগতম। আমি প্রতিদিনই অনুভব করি যে আমি পর্যাপ্ত নই এবং অযোগ্য একজন। এই পোস্টের পর বিবারের ভক্তরা তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সাম্প্রতিককালে তার ছবিগুলো নানা গুজব এবং আশঙ্কা তৈরি করেছে যে তিনি মাদকাসক্ত হয়ে থাকতে পারেন। তবে শিল্পীর প্রতিনিধিরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলছেন, বিবার ঠিক আছেন। তিনি তার পরিবার, স্ত্রী হেইলি এবং নবজাতক পুত্র জ্যাক ব্লুজকে নিয়ে সুখী আছেন। তিনি সংসারে মনযোগী।

বিবারের প্রতিনিধিদের নিশ্চিত করেছে, তিনি আগে যতটা সুখী ছিলেন, তার চেয়ে এখন অনেক বেশি সুখী আছেন। জনসমক্ষে কি মনে করা হচ্ছে সেসব নিয়ে বিবার চিন্তিত নন। তার প্রধান মনোযোগ পুত্র জ্যাকের দায়িত্ব নেওয়া এবং তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের উন্নতি করা। এসব জানতে পেরে ভক্তরাও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তারা প্রিয় তারকার সবরকম সুস্থতার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। 

শহীদ

×