ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

দুই সিনেমায় ১৩ নায়কের বিপরীতে অভিনয় করেছেন রাজ রিপা!

প্রকাশিত: ২৩:৫৮, ১৪ মার্চ ২০২৫

দুই সিনেমায় ১৩ নায়কের বিপরীতে অভিনয় করেছেন রাজ রিপা!

ছবি: সংগৃহীত।

ইতোমধ্যে চলচ্চিত্রে অভিষেক ঘটেছে সময়ের আলোচিত অভিনেত্রী রাজ রিপার। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে তিনি তার অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।

রাজ রিপা বলেন, “আমার অভিনীত ‘ময়না’ সিনেমায় চারজন নায়ক ছিলেন, আর ‘মুক্তি’ সিনেমায় ছিলেন সাতজন নায়ক। পাশাপাশি আরও দুজন সাইড নায়ক ছিলেন। সব মিলিয়ে দুই সিনেমায় আমি প্রায় ১৩-১৪ জন নায়কের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।”

তিনি আরও বলেন, “সাধারণত এত সংখ্যক নায়কের সঙ্গে কাজ করতে হলে ১৩-১৪টি সিনেমা প্রয়োজন হতো। কিন্তু মাত্র দুইটি সিনেমার মধ্যেই এতজন সহশিল্পীর সঙ্গে কাজ করতে পেরেছি, যা আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করছি। ইনশাআল্লাহ, ‘মুক্তি’ সিনেমার মাধ্যমে দর্শকদের জন্য চমক আনতে পারব।”

রাজ রিপার এ দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে এবং তিনি আশাবাদী যে দর্শকরা তার কাজ উপভোগ করবেন।

সূত্র: https://www.youtube.com/watch?v=Hkho71X7YpE&t=5s

সায়মা ইসলাম

×