ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

‘জান্নাতের মেহমান হিসেবে শান্তিতে এখন ঘুমাও, মা’- আছিয়াকে উদ্দেশ করে সিয়ামের পোস্ট

প্রকাশিত: ১৪:২৩, ১৪ মার্চ ২০২৫; আপডেট: ১৪:২৩, ১৪ মার্চ ২০২৫

‘জান্নাতের মেহমান হিসেবে শান্তিতে এখন ঘুমাও, মা’- আছিয়াকে উদ্দেশ করে সিয়ামের পোস্ট

ছবি: সংগৃহীত।

মাগুরায় বর্বরোচিত যৌন সহিংসতার শিকার ৮ বছরের ছোট্ট শিশু আছিয়া অবশেষে মৃত্যুবরণ করেছে। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে চিরতরে নিভে গেছে নিষ্পাপ শিশুটির জীবনপ্রদীপ। এই মর্মান্তিক ঘটনায় পুরো দেশ স্তব্ধ, শোকে কাতর হয়ে উঠেছে সাধারণ মানুষ।

শুধু সাধারণ মানুষই নয়, শোবিজ অঙ্গনের তারকারাও গভীরভাবে মর্মাহত হয়েছেন এই নৃশংস ঘটনায়। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে বইছে আছিয়ার প্রতি শোক, ক্ষোভ ও বিচারের দাবির ঝড়। জনপ্রিয় তারকারাও এ ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন এবং দ্রুত বিচার চেয়ে পোস্ট দিয়েছেন।

জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ বৃহস্পতিবার (১৩ মার্চ) নিজের ফেসবুক পেজে শিশুটির মৃত্যুসংবাদ শেয়ার করে লিখেছেন— ‘আছিয়া, তুমি ঘুমাও মা। যে অবর্ণনীয় কষ্টের ভেতর দিয়ে তোমাকে যেতে হয়েছে, আল্লাহ নিশ্চয়ই এর বিচার করবেন, এই জমিনেই করবেন। জান্নাতের মেহমান হিসেবে শান্তিতে এখন ঘুমাও, মা।’

সিয়ামের পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন। এক ব্যক্তি লিখেছেন— ‘উলঙ্গ প্রশাসন, বিবস্ত্র স্বাধীনতা, নগ্ন সমাজ, লজ্জিত বাংলাদেশ।’

শুধু সিয়াম নয়, এই জঘন্য অপরাধের বিরুদ্ধে কণ্ঠ তুলেছেন অভিনেতা নিলয়, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, জোভান, শাহনাজ খুশি, জায়েদ খান, দিয়া মির্জাসহ আরও অনেকে। তারা সবাই দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে, সাধারণ মানুষের পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলোও ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হয়েছে। সমাজের সর্বস্তরের মানুষ চায়, আছিয়ার সঙ্গে ঘটে যাওয়া এই পাশবিক অপরাধের বিচার হোক দ্রুত এবং দৃষ্টান্তমূলক, যেন আর কোনো নিষ্পাপ শিশু এমন ভয়ংকর পরিণতির শিকার না হয়।

নুসরাত

×