
ছবি: সংগৃহীত।
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান যেন সময়ের হিসাবকে হার মানিয়ে চলেছেন। বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই হলেও অনুরাগীদের কাছে তিনি এখনও তরুণী, যার সৌন্দর্য দিনকে দিন আরও মোহনীয় হয়ে উঠছে। রূপ-লাবণ্যের পাশাপাশি অভিনয় দক্ষতায়ও তিনি সমানভাবে মুগ্ধ করে চলেছেন ভক্তদের।
দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও জয়াকে নিয়ে দর্শকদের উন্মাদনা কম নয়। টালিউডের পাশাপাশি বলিউডেও তাকে মাঝে মাঝে দেখা যায়, যেখানে বিভিন্ন তারকা ও অনুরাগীদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমেও জয়াকে ঘিরে থাকে ভক্তদের উচ্ছ্বাস। নিয়মিত ফটোশুট, শর্টস ও রিল ভিডিওর মাধ্যমে নিজেকে উপস্থাপন করেন তিনি। সম্প্রতি এমনই এক ভিডিওতে কাজ করা গোলাপি শাড়িতে ছিমছাম মেকআপ ও টিন-এজ হেয়ার স্টাইলে হাজির হন অভিনেত্রী। মুহূর্তেই অনুরাগীদের নজর কাড়ে তার এই নতুন লুক।
ভিডিওটি দেখতে লিংকে ক্লিক করুন: https://www.facebook.com/reel/1167622004957186
তবে অভিনয়ের পাশাপাশি ফিটনেস ও স্টাইল বজায় রাখার প্রতি তার সতর্কতা অনন্য। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে ভিন্নধর্মী লুকে উপস্থাপন করাই যেন তার স্বভাব। তাই তো অনুরাগীরা বলেন, বয়স নয়, জয়াকে দেখে বরং মনে হয় সময় থমকে আছে তার জন্য!
সায়মা ইসলাম