ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

এআর রহমানের গিটারিস্ট হয়ে বিশ্বজয় বরিশালের মেয়ে নীলাঞ্জনার!

প্রকাশিত: ২১:৪১, ১৩ মার্চ ২০২৫

এআর রহমানের গিটারিস্ট হয়ে বিশ্বজয় বরিশালের মেয়ে নীলাঞ্জনার!

ছবি: সংগৃহীত

কলকাতার জনপ্রিয় বেজ গিটারিস্ট নীলাঞ্জনা ঘোষ দস্তিদার। কলকাতা জন্ম হলেও বাবা-মা সূত্রে তার শেকড় বাংলাদেশে। বর্তমানে বেজ গিটার বাজান অস্কারজয়ী সুরকার এআর রহমানের সঙ্গে।

নিজের জীবনের গল্প নিয়ে একটি সংবাদমাধ্যমে আলোচনা করেছেন জনপ্রিয় এই গিটারিস্ট। গল্পের এক পর্যায়ে তিনি বলেন, বিভিন্ন গান কভার করে ফেসবুকে ভিডিও আপলোড দেয়ার পর বেশ সাড়া পাচ্ছিলেন। এরপর এআর রহমানের ড্রামার রঞ্জিতের এক ছাত্রের সঙ্গে তখন তার পরিচয় হয়। ২০২১ সালের ডিসেম্বরে রঞ্জিত  তার ছাত্রের মাধ্যমে নীলাঞ্জনাকে তাদের ব্যান্ডে কাজ করার প্রস্তাব দেন। এমন প্রস্তাবে নীলাঞ্জনা বেশ অবাক হয়েছিলেন।

এরপর ধীরে ধীরে কাজ চলছিল। প্রথম দিকে একটু নার্ভাস, ধীরে ধীরে মন জয় করে নেন সবার। একদিন প্র্যাকটিসের সময় প্রায় ৪০টির মত গানে গিটার বাজানোর পড়ে নীলাঞ্জনা যখন খুব ক্লান্ত, তখন এআর রহমান তার কাছে এসে হাসিমুখে বললেন, ‘ওয়েলকাম টু দ্যা টিম’। আর এ থেকেই শুরু পথ চলা।

এআর রহমানের প্রশংসায় নীলাঞ্জনা বলেন, তিনি এখনকার প্রজন্মের কাজগুলো দেখেন এবং বিশ্লেষণ করেন। বর্তমান প্রজন্ম কী চায়, তিনি তা বোঝার চেষ্টা করেন। দিনশেষে তিনি নিজেই একটা প্রতিষ্ঠান।

পারিবারিক পরিচয় নিয়ে নীলাঞ্জনা হাসিমুখে বলেন, ‘আসলে আমি বাংলাদেশের মেয়ে। আমার বাবা-মা দু’জনের পরিবারই সেখানের। তাদের শেকড় ঢাকা ও বরিশালে। আমার শাশুড়ি মায়ের বাড়ি কুমিল্লা। তাই আমার কাছে বাংলাদেশ জায়গাটা অন্যরকম।’

সূত্র: https://www.youtube.com/watch?v=CcG_jqgZi20

রাকিব

×